ক-অক্ষর গোমাংস বেশ কিছুদিন ধরে অনন্ত জলিল তার কিছু কথা নিয়ে ব্লগে এবং ফেসবুকে বেশ সমালোচিত হচ্ছে। তার বিখ্যাত সাক্ষাতকার নিয়ে অনেক ফান করা হয়েছে। তবে, কিছুদিন ধরে মানুষের মুখে ভিন্ন কথা শুনতে পাচ্ছি। সবাই এখন অনন্ত জলিলের প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা বাক্যগুলোর সারকথা হচ্ছে- জলিল ভাই বাংলা সিনেমার উন্নয়নে এতকিছু করছে!
হ্যা, সত্যিই সে অনেক কিছু করছে।
তারপরও কিছু কথা থেকে যায়।
১) কালো মানুষকে দেখে জলিল ভাই বলল- "are u pom Gana?" দেশের সিংহভাগ মানুষের গাত্রবর্ণ যখন অনুজ্জ্বল, তখন জলিল ভাই এরকম বর্ণবাদী মানসিকতা নিয়ে দেশপ্রেম দেখাতে আসছে?? হাস্যকর।
২) তার ইংরেজি প্রসঙ্গে অনেকে এমনএকটা কথা বলছেন- "আমরা নিজেরা কতটুকু ইংরেজি পারি?"
হ্যা, আমিও ভালো ইংরেজি পারি না। কিন্তু কথায় কথায় ইংরেজি বলে ভাব দেখাতে যাই না। সে ইংরেজি পারে না, তাতে তো কোনো ক্ষতি নেই।
কিন্তু এধরনের ইংরেজি বলে একজন বাঙালী নায়কের ভাবমূর্তি তাকে কেনষ্ট করতে বলেছে?? বহির্বিশ্বে সে কিন্তু বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে, বাঙালী নায়ক হিসেবে।
৩) তার মূল উদ্দেশ্য কোনটা? দেশেরচলচ্চিত্র জগতের উন্নয়ন ঘটানো? নাকি নিজেকে "বাংলাদেশের টম ক্রুজ" হিসেবে জনসাধারনের কাছে উপস্থাপন করা?? ভালো করে ভেবে দেখুন। আমারও ইচ্ছে করে চলচ্চিত্র জগতটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমার যদি এত টাকা থাকত, তাহলে আমিও অনেক হাই বাজেটের সিনেমা প্রোডিউস করতাম। কিন্তু কখনোই নিজেকে নায়ক বানিয়েবসতাম না।
অভিনয় জানে এমন কাউকেই কাস্ট করতাম।
৪) জলিল ভাই তো চার পাঁচটা সিনেমা করলেন। ফলাফল কি হলো? কিছুই না। জলিল ভাই, মনে রাখবেন, চিকন চিকন মেয়েরা অল্প অল্প ড্রেসে নাচগান করলেই চলচ্চিত্র জগতের উন্নয়ন ঘটে না!
৫) মানলাম, জলিল ভাই খুব সিনেমাপ্রেমী। কিন্তু তার কারনে যদি জনসাধারনের অবশিষ্ট সিনেমাপ্রেমও নষ্ট হয়ে যায়, তাহলে তো সমস্যা।
তার উচিত, ভালো কাহিনী, ভালো অভিনয়শিল্পী ও ভালো পরিচালক দিয়ে মানসম্পন্ন সিনেমা তৈরী করা।
শেষকথা হল জলিল ভাই বাংলা সিনেমার উন্নয়নে প্রচুর অর্থ ঢালছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু নায়ক হিসেবে তিনি মোটেও গ্রহণযোগ্য নন। তার উচিত্ অভিনয় ছেড়ে দিয়ে শুধু ভাল মানের ছবি প্রযোজনায় মন দেয়া॥ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।