আনন্দমুখর পরিবেশে গত শুক্রবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ইসলামের সুমহান সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে উদযাপিত হয় মুসলমানদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব। জাতীয় চাঁদ দেখা কমিটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে শাওয়ালের চাঁদ দেখার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিও-টিভি চ্যানেলে বেজে ওঠে ঈদের গান- 'ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ'। আর ঘরে ঘরে শুরু হয়ে যায় ঈদ উদযাপনের নানা আয়োজন। রাজধানীর পাড়ায়-মহল্লায় শিশুরা আতশবাজি ফুটিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে।
আগের দিন থেকে আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া ছিল ভালো। তবে খুলনা, রাজশাহী ও বগুড়ার বিভিন্নস্থানে বৃষ্টিপাতের কারণে ঈদগাহে ঈদের জামাত হয়নি। রৌদ্রকরোজ্জ্বল রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে।
ঈদের দিন সকাল ৭টা থেকে দেশের ঈদগাহ ও মসজিদে মসজিদে শুরু হয় ঈদুল ফিতরের নামাজ।
নামাজ আদায় শেষে চিরায়ত ধর্মীয় রীতি-রেওয়াজ অনুযায়ী সবাই কোলাকুলি করেন। পরিবার পরিজনসহ নিজ নিজ বাড়িতে মিষ্টিমুখ করার পর আত্দীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের অন্যতম ছিল মুরুবি্বদের সালাম করে শিশুদের সালামি আদায়। ঈদ উপলক্ষে রাজধানী পরিণত হয়েছিল উৎসবের নগরীতে।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বনানীর দলীয় কার্যালয়ে বিদেশি কূটনীতিক, সমাজের বিশিষ্ট নাগরিকসহ রাজনৈতিক নেতা-কর্মী ও গুণগ্রাহীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি ও বিচারপতিরা, মন্ত্রীরাসহ দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এখানে নামাজ আদায় করেন লাখো মুসলি্ল। এখানে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন। বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে।
সকাল ১০টায় মাওলানা ফরীদউদ্দীন মাসউদের ইমামতিতে অনুষ্ঠিত এই ঈদ জামাতে অংশ নেন প্রায় ৩ লাখ মুসলি্ল। দূরদূরান্ত থেকে মুসলি্লদের যাতায়াতের সুবিধার জন্য 'শোলাকিয়া স্পেশাল' নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশে যাতায়াত করে। রাজশাহী, খুলনা ও বগুড়ায় বৃষ্টির কারণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় কেন্দ্রীয় মসজিদে। চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের প্রতিটি বিভাগীয় জেলা ও উপজেলা শহরের ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের পরপর জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচি থাকায় এবার অনেকেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাননি। অনেকেই স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে গেলেও ছুটি শেষ হওয়ার আগেই কর্মস্থলে ফিরে আসেন। ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা থাকলেও বিনোদনকেন্দ্রগুলো বিশেষ করে দর্শনীয় স্থানে পরিণত হওয়া হাতিরঝিল, কুড়িল ও বনানী ফ্লাইওভারে ছিল উপচেপড়া ভিড়।
ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদে নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ২৫০টির মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান, এম এ আজিজ স্টেডিয়াম আর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে স্থানীয় মন্ত্রী, এমপি, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের জামাত আদায় করেন।
বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নবনির্বাচিত সিটি মেয়র আহসান হাবিব কামাল, সদ্য সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এমপি, বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন ও জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনীতিক-সামাজিক সাংস্কৃতিক নেতারা এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফউদ্দিন বেগ ঈদ জামাতের ইমামতি এবং মোনাজাত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।