ঈদ মুবারাক।আশা করি সবাই ভাল আছেন।সবাইকে সালাম ও শুভেচ্ছা।আপনাদের জন্ন নিয়ে আশ্লাম ডিজিটাল কিছু নিউজ।প্রস্রাব বা মূত্রকে বোধ হয় আর ঘেন্না করা ঠিক হবে না৷ কারণ অদূর ভবিষ্যতে হয়ত আমার-আপনার অতি প্রয়োজনীয় মোবাইল ফোন বা অন্য যে কোনো ইলেকট্রিক গেজেট চার্জ করতে দরকার পড়বে মূত্রের৷ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এমন কথাই বলছেন৷
হ্যাঁ, ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটি আর রোবোটিক ল্যাবরেটরির বিজ্ঞানীরা সম্প্রতি ঠিক এ কথাটাই জানিয়েছেন৷ তাঁরা মূত্র দিয়ে মোবাইল ফোন চার্জ করতে সমর্থ হয়েছেন, যেটা দিয়ে স্বল্প পরিসরে খুদে বার্তা পাঠানো, ইন্টারনেটে ব্রাউজিং এবং সংক্ষিপ্ত কল করা গেছে৷রয়েল সোসাইটি অফ ক্যামেস্ট্রির জার্নাল ফিজিক্যাল কেমিস্ট্র ক্যামিক্যাল ফিজিক্স‘-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷
গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে একটি ফোনসেট পুরো চার্জ করা সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত অন্য যে কোনো ইলেকট্রনিক গেজেটে চার্জ দেয়ার মতো পদ্ধতিও বের করা সম্ভব হবে এই ভাবে৷ গবেষক দলের সদস্য লোনিস লেরোপুলাস বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, ‘‘আমরা আসলে এমন কিছু দিয়ে চার্জ দেয়ার পদ্ধতি বের করতে চেয়েছিলাম, যেটা কোনোদিনই শেষ হবে না৷”
যেভাবে কাজ করে
বিজ্ঞানীরা কার্বন ফাইবার অ্যানোডের মধ্যে ব্যাকটেরিয়ার জন্ম দিয়ে সেগুলোকে সিরামিকের তৈরি একটা সিলিন্ডারে রেখে দেন৷ এরপর সেখানে মূত্র প্রবেশ করালে ব্যাকটেরিয়া মূত্রের মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলো ভেঙে ফেলে৷ এ সময় যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা ক্যাপাসিটরে জমা করা হয়৷ আর তার মাধ্যমেই এটা পরবর্তীতে অনেকটা ব্যাটারির মতো কাজ করার শক্তি সঞ্চয় করে৷
আশা করি পস্তটি ভাল লাগবে। এই পোস্ট টি বিকালেও করা হ্যেছিল কিন্তু tt কেন এটা delete করে দিল দ্যা করে জানালে ভাল হয়।এতে পরবত্রি সময়ে সতরক থাকব।
আমার ব্লগ এ ঘুরে আশ্তে ভুল্বেন না।আশা করি নতুন কিছু পাবেন।
add me on facebook
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।