আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের সরকার তার নাগরিকদের ওপর করের বোঝা চাপানো অব্যাহত রাখায় নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ছয় গুণ বেশি মার্কিন নাগরিক তাদের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন সরকার হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ওইসিডির ৩৪টি সদস্য দেশের মধ্যে একমাত্র সরকার যে প্রবাসী মার্কিনিদের ওপরও কর আরোপ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় দেনার পরিমাণ আকাশছোঁয়া হয়ে উঠেছে এবং মার্কিন সরকারের ব্যয়ও ব্যাপক হারে কমানো হচ্ছে। এ অবস্থায় মার্কিন কর বিভাগ প্রবাসী আমেরিকানদের আয়ের ওপর কর বসানোর কঠোর নীতি প্রয়োগ করায় আরও বেশি সংখ্যক প্রবাসী মার্কিনি নাগরিকত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

চলতি বছরের প্রথম তিন মাসে এক হাজার ১৩১ জন প্রবাসী মার্কিন দূতাবাসগুলোতে তাদের পাসপোর্ট জমা দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের আবেদন জানিয়েছেন। অথচ এক বছর আগেও এই সময়ে মাত্র ১৮৯ জন প্রবাসী মার্কিনি ওই একই আবেদন জানিয়েছিল। মার্কিন ফেডারেল রেজিস্ট্রি বিভাগ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলের এক হাজার ৮১০ জন প্রবাসী আমেরিকান তাদের মার্কিন নাগরিকত্ব ত্যাগের কথা ঘোষণা করেছেন। অথচ ২০০৮ সালের পুরো বছরটিতে এ ধরনের ঘটনা ঘটেছিল ২৩৫টি। ২০১২ সালে প্রবাসী আমেরিকান নাগরিকের সংখ্যা ছিল ৫০ থেকে ৬০ লাখ।

ওয়েবসাইট।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.