আমাদের কথা খুঁজে নিন

   

মেসিকে সম্মানসূচক বাংলাদেশি নাগরিকত্ব দেয়া হউক।

স্বপ্ন দেখি আকাশের নীল চুরি করব। ২০০৭ সালের ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বিম্বকাপের সময় অস্ট্রেলিয়ার ম্যাথৃ হেইডেন সেন্ট কিটস এন্ড নেভিস দ্বিপের মাঠে বিশ্বকাপের দ্রুত গতির সেঞ্চরি করেছিরেন বলে তাকে সেন্ট কিটস ও নেভিস দ্বিপ সরকার সম্মানসূচক নাগরিকত্ব দেয়। আবার একই বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছয় মারার জন্য দক্ষিন আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবসকে সেন্ট কিটস ও নেভিস দ্বিপ সরকার সম্মানসূচক নাগরিকত্ব দেয়। বিবিসি রসিকতা করেখবর ছেপে ছিল: আগামী বিশ্বকাপের নতুন দল হবে কি সেন্ট কিটস ও নেভিস!!খেলা ধুলায় সম্মানসূচক অবদানের স্বীকৃতির জন্য নাগরিকত্ব দেয়ার প্রচলন আছে অনেক আগে থেকেই। ১৯৭৯ সালে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী যখন বাংলাদেশে আসেন তাকে তখনকার ঢাকা ষ্টেডিয়ামে হাজারো মানুষের সামনে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

৬সেপ্টেম্বর মেসি বাংলাদেশে আসছেন। তিনি যতটা আর্জেন্টিনার তার থেকে বেশি বার্সেলোনার। কোন দেশের সমর্থক না হয়ে একজন নিরপেক্ষ বাংলাদেমি হিসেবে দাবি করতে পারি এই বিশ্বমানের ফুটবলারকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া যেতে পারে। যেটা ভারত করেনি সেটা বাংলাদেশ করতে পারে। এমন খেলোয়াড় যুগে যুগে জন্মায় না।

আবার জন্মালে তারা আমাদের বাংলাদেশে আসে না। উরুগুয়ের দিয়েগো ফোরলানের মত কলকাতা থেকে চলে যায়। আমাদের আলফাজ-জাহিদ-এনামুল-জয় রা হয়তো কখনো হয়তো এরুপ সম্মাননা কারও কাছ থেকে পাবে না। তারপরে আমাদের দিতে দোষ কি? অনেক ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদের সর্মথক রাগ করতে পারেন?আরে ভাই, শুধু চিন্তা করেন বাংলাদেমের একজন আর্ন্তজাতিক মানের ফুটবলার আছে। ।

(বাফুফে ও কাজী সালাউদ্দিনের পরিচিত কেউ থাকলে তাদের ব্যাপারটা বলতে পারেন। ) Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।