তুমি কোথায়?
কোন অজনায়?
হিজলের বনে?
নাকি কোন অচেনা নির্জনে!
বড্ড অভিমানে !
হারিয়ে গেলে কোথায়?
সুবচন নির্বাসনে?
নিদারুণ অহমিকায় মত্ত ছিলেম
তাই ভেবে তুমি দর্পচূর্ণ করে আমার; নিরুদ্দেশ হলে;
বুঝিনি কিছুই ;নাকি অহংবোধ ভর করেছে তোমাতে
এই মর্তের পৃথিবীতে ;
সবাই খেলার পুতুল।
আমার ভালবাসা নিয়ে খেলছে যে জন
তোমার দর্প নিয়েও খেলিছে সে জন।
তার ইশারায় হারালে?
দূর অজানায় লুকালে?
বেশ দেখালে;
খেলা বেশ দেখালে।
ঠান্ডা মাথায় এগুতে হয় জানি
না হলে হঠাৎ রেগে গেলেই ভুল সিদ্ধান্ত মানি।
প্রেম প্রলাপ সে অহংবোধ নয়
সে প্রলাপে অশ্লীলতম শব্দটিও ভালবাসা হয়ে রয়।
প্রেমে হাজারো সন্দেহ সংশয় যেমনি;
এক প্রেমে লাখ ভরসা ঠিক তেমনি।
বাকী সব জঞ্জাল,
মিথ্যে অসত্য ভেজাল।
ভালবাসতে মন লাগে এ সত্যটি মানি
মনহীনা মন ,হত দরিদ্রজন সেই কথাটি জানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।