মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন দিনাজপুরের চিনিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে মুঞ্জের আলী (৪৪)।
তিনি গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মুঞ্জের আলী হরতাল ডিউটিতে যোগদানের জন্য বাইসাইকেলযোগে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে উপজেলা সদরে আসছিলেন।
পথে রংপুর থেকে বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।