আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন দেশে বাস করতে হলে নৌকার বিকল্প নেই

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীন দেশে বসবাস করতে হলে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগের পক্ষে ভোট চাইলেন তিনি।
 
 আজ দুপুরে চাঁদপুরের উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, ঈদশুভেচ্ছা বিনিময়, মহিলা সমাবেশে বক্তব্য, বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনার উদ্বোধনসহ বিভিন্ন পথসভায় বক্তব্য দেয়ার সময় মন্ত্রী নৌকা প্রতীকে ভোট চান।
 
ডা. দীপু মনি ভোট প্রার্থনা করে আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে হলে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নেই।'
 
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে দীপু মনি বলেন,‘দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে কিছু বিপদগামী রাজনৈতিক দল দিশেহারা হয়ে মহাজোট সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।'
 
আজ দিনভর মন্ত্রী হাইমচর উপজেলার বাংলা বাজার, নয়ানী, কাটাখালী, ঢেলের বাজার, আলগী বাজার, রায়ের বাজার, গাজীর বাজার, কমলাপুর, কেবিএন হাইস্কুল, এলাকায় গণসংযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা ও সড়ক পথ উদ্বোধন করেন।
 
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তার বড় ভাই বিশষ্টি চিকিত্সক ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম দেওয়ান, ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.