আমাদের কথা খুঁজে নিন

   

এবার ‘পাইরেট-বান্ধব’ ব্রাউজার!

নিষেধাজ্ঞার কারণে সাধারণ ব্রাউজার দিয়ে টরেন্ট সাইটগুলোতে প্রবেশ করতে না পারলেও পাইরেট বে ব্রাউজারের সাহায্যে সহজেই সাইটগুলোতে প্রবেশ করা যাবে। পাইরেট বে কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টের মাধ্যমে ব্রাউজারটি ছাড়ার ঘোষণা দিয়েছে। টরেন্ট ব্লকের ফলে ভুক্তভোগীদের এ ব্রাউজারটি ব্যবহারের আহ্বান জানিয়েছে তারা। ব্লগ পোস্টে আরও জানানো হয়েছে, ব্রাউজারটি শুধু পিসি থেকেই ব্যবহার করা যাবে।
পাইরেট বে জানিয়েছে, তাদের এটি খুবই সাধারণ ওয়ান ক্লিক ব্রাউজার। ব্যবহারকারীরা তা সহজেই চালাতে পারবে। এ ছাড়াও এতে কোনো অ্যাড-ওয়্যার, টুলবার বা এ ধরনের কোনো অপশন নেই।
আদালত এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিয়ত ফাইল শেয়ারিং সাইট ব্লক করে দেওয়ার পরও পাইরেট বের এ রকম একটি ব্রাউজার তৈরি করাকে নতুন এবং চমকপ্রদ পদক্ষেপ হিসেবেই উল্লেখ করেছে গার্ডিয়ান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.