আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পরিচয় সঙ্কট



উপজাতি রা বাদে বাংলাদেশের সব মানুষ ই বাংলাভাষী/বাঙ্গালী, আমিও ও আপনার সাথে একমত। এখন যখন আপনি বাঙ্গালী জাতীয়তাবাদের কথা বলেন তখন কি পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুরের উপজাতিদের বাদ দিয়ে বলেন না? তারা কি বাংলাদেশের অধিবাসী না? আপনি যদি শুধুমাত্র দেশ নিয়ে বলতে চান, তাহলে কি বাংলাদেশী বলেই নিজের পরিচয় দেয়াটাই কি যুক্তিযুক্ত না? নিজেকে যদি বাঙালী বলেন তাহলে আপনার আর পশ্চিমবঙ্গের একজন বাংলাভাষীর সাথে পার্থক্য কোথায়? ভারতের তামিলনাড়ুর তামিল ভাষাভাষী কিংবা পাঞ্জাবের পাঞ্জাবী ভাষী, মহারাষ্ট্রের মারাঠি ভাষীকে জিজ্ঞাসা করুন তার জাতীয়তা কি। সে বলবে ভারতীয়, বলবে না আমি তামিল, পাঞ্জাবী কিংবা মারাঠি। এমনকি কলকাতার কোন দাদাকে জিজ্ঞাসা করেন, সে ও বলবে আমি ভারতীয়। কিন্তু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের নাগরিক হয়ে আপনি আপনার জাতীয়তা কখনোই বাঙ্গালী বলতে পারেন না, আপনি বাংলাদেশী।

আশা করি, ব্যাপার টা বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরন দেই, ১৯৪৭ সালে পাঞ্জাব প্রদেশ কে ভাগ করে দেয়া হয় ভারত ও পাকিস্তানের মাঝে। পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবী ভাষায় কথা বলে। ভারতীয় ও পাকিস্তানী দুই অংশেই। তাই বলে তাদের জাতীয়তা পাঞ্জাবী হয়ে যায়নি।

তারা ভারতীয় ও পাকিস্তানি। জাতীয়তাটা নির্ধারিত হয়েছে, তারা কোন দেশের অন্তর্গত সেটার উপর ভিত্তি করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.