আমার কবিতা
কারও বুকের ঔদার্য যখন আকাশ স্পর্শ করে
কারও স্নেহের কোমল হাত হৃদয়কে মুঠু বন্দী করে
কারও উদ্দীপ্ত সংগ্রামী চেতনা কোটি প্রাণের তোরণে ধ্বনি তোলে
জীবনের সকল গান শুধু তার জন্য।
নিশ্বাসে যে বাতাস দেহকে প্রাণ দেয়
চেতনায় যে আকাশ স্বপ্ন দ্রষ্টা হয়
ভালোবাসায় যে মন সমর্পিত হয়
হৃদয়ের মুঠু মুঠু প্রার্থনা শুধু তার জন্য।
তুমি যখন বাদল হয়ে আগলে রাখো মৃত্তিকাকে
তুমি যখন ছায়াতরু হয়ে ধরে রাখো দুপুরের নির্জনতা
তুমি যখন পিতা হয়ে এক জাতির সামনে তুলে ধর তার পতাকা
তখন বেদনায় রাঙা হয় মন।
হৃদয়ের আরশি থেকে তোমাকে মুছে দেবে
এমন সাহস কোন নুব্জেরও নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।