আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে বোমাসহ ২ শিবিরনেতা গ্রেপ্তার

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন শিবিরের সাভার থানা কমিটির সদস্য শাকিল হোসেন (২৪) ও ইব্রাহিম খলিল (২১)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি বাসগাড়ী ভাংচুর করেন শিবিরের নেতাকর্মীরা।
এ সময় ধাওয়া করে দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কালো স্কচটেপ মোড়ানো দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এদিকে, সাভার মডেল থানার এসআই ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে পুলিশ সাভারের আমিনবাজারের বরদেশী গ্রাম থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতা আলাউদ্দিন মাস্টারকে (৫৬) গ্রেপ্তার করেছে।
তিনি জামায়াতে ইসলামীর আমিনবাজার ইউনিয়নের রুকন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।