আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছরের সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডিত খোকন মিয়া (৩০) নেত্রকোনার পূর্বধলা  উপজেলার সোনাইকান্দা গ্রামের রুস্তম আলীর ছেলে।
রায় ঘোষণার সময় খোকন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হান্নান রঞ্জন জানান, ২০০৩ সালের ১১ অক্টোবর রাতে সোনাইকান্দা গ্রামে দরজা ভেঙে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে খোকন মিয়া।
ওই রাতে গৃহবধূটির স্বামী বাড়ি ছিলেন না।
স্থানীয় প্রভাবশালীরা আপোস করার নামে কালক্ষেপণ করে। পরে ওই বছরের ১৩ নভেম্বর পূর্বধলা থানায় তিন জনকে আসামি করে  মামলা করেন ওই গৃহবধূ।
২০০৪ সালের ১৮ জানুয়ারি খোকনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.