আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে ইমেইলের ‘বর্ডার চেক’

কেবল ইমেইল নয়, যুক্তরাষ্ট্র সরকার পুরো ইন্টারনেট ব্যবস্থাকেই নজরদারীর আওতায় নিয়ে এসেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে গার্ডিয়ান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা দেশের বাইরে যেসব মেইল পাঠান বা যেসব মেইল তাদের কাছে আসে, তার প্রায় সবই এনএসএ পরীক্ষা করে দেখে। এমনকি অনেক বিদেশি মেইলের কপিও সংরক্ষণ করে এনএসএ। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নজরদারির এ প্রকল্পটি ২০০৮ সালের আইন মোতাবেক পরিচালিত হচ্ছে। ওই আইন অনুযায়ী সরকার সন্দেহজনক যে কোনো বিদেশি নাগরিকের উপর সার্ভিলিয়েন্স ইস্যু করতে পারবে। গত সপ্তাহে এনএসএর এ নতুন নজরদারি প্রোগ্রামটি প্রকাশিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.