আমাদের কথা খুঁজে নিন

   

কাঠমান্ডুতে , হাংরি আন্দোলনের সময়ে

গুগল সার্চ করলে সাপ, ব্যাং পাওয়া যাবে । চেষ্টা করে দেখুন, ইংরেজি ও বাংলায় । হাংরি আন্দোলনের সময়ে কাঠমান্ডুতে আমরা সেখানকার হিপি কলোনিতে বেশ কয়েকমাস ছিলাম । এই ফোটোতে আমি মাঝখানে । আমার ডানদিকে করুণানিধান মুখোপাধ্যায় এবং বামদিকে অনিল করঞ্জাই ।

এনারা দুজন ছিলেন হাংরি আন্দোলনের পেইনটার-সদস্য , বহু পোস্টার, পোস্টকার্ড, প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন । হিপিদের সঙ্গে থাকার অভিজ্ঞতা-নির্ভর আমার একটা উপন্যাস নেটে আছে । নাম 'অরূপ তোমার এঁটোকাঁটা ' । উপন্যাসের স্বার্থে আমি পটভূমি পালটিয়ে বেনারস করেছি, কেননা বেনারসেও হিপিদের সঙ্গে ছিলুম বেশ কিছুকাল । এই দুই জন চিত্রশিল্পীর বাড়ি বেনারস ।

উপন্যাসটি সময় পেলে পড়তে পারেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।