আমাদের কথা খুঁজে নিন

   

নিজেদের নির্দোষ দাবি রবিন সেলিমের

মোশাররফ হোসেন রুবেল ঢাকায় নেই।

মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে তিনি বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে। তাকে মেইলে পাঠানো হয়েছে বিপিএলে ম্যাচ  ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগের চার্জশিট। ঢাকায় না থাকায় তার বিপক্ষে আনীত অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্যই জানা যায়নি। আরেক অভিযুক্ত ক্রিকেটার মাহাবুবুল আলম রবিন অস্বীকার করেছেন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা।

নির্দোষ প্রমাণের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ফ্র্যাঞ্চাইজি সেলিম চৌধুরী। সাবেক ক্রিকেটার মো. রফিক কোনো কথা বলতে রাজি হননি। এমনকি রাতে বাসায়ও ছিলেন না সাবেক এই ক্রিকেটার।

ম্যাচ  ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন ৪টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলা রবিন। তবে স্বীকার করেছেন আইসিসির চার্জশিট পাওয়ার, 'আইসিসির চার্জশিট আমি পেয়েছি।

সেখানে উল্লেখ রয়েছে, ২ ফেব্রুয়ারি চিটাগাং কিংস এবং ১২ ফেব্রুয়াার বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচ  ফিক্সিংয়ে আমি জড়িত ছিলাম। কিন্তু আমি নির্দোষ। ম্যাচ  ফিক্সিং বা স্পট  ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলাম না। '

আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) গত ৫ মাস ধরে বিপিএলের ম্যাচ  ফিক্সিং ও স্পট  ফিক্সিং তদন্ত করছে। তদন্ত করে গত পরশু সংবাদ সম্মেলন করে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন অভিযুক্ত নয়জনের কথা ঘোষণা করেন।

যদিও কারও নাম জানাননি আইসিসির সিইও। তার পরও মিডিয়ায় চলে এসেছে নয়জনের নাম। অভিযুক্তদের সাতজনের বিপক্ষে সরাসরি ম্যাচ  ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বাকি দুইজনের বিপক্ষে তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিসিবির ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ৬ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৫ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা।

রবিন অস্বীকার করলেও বিপিএলের ম্যাচ  ফিক্সিংয়ে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন আশরাফুল। অভিযোগের কথা স্বীকার করেও আবার ক্রিকেটে ফেরার প্রত্যাশা করেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল, 'আমি আবারও ক্রিকেটে ফিরতে চাই। খেলতে চাই ক্রিকেট। '

অভিযুক্তদের অভিযোগ প্রমাণ করার জন্য আজকালের মধ্যেই তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল কমিটি গঠন করছে বিসিবি। এই কমিটি তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেবে।

অবশ্য নিজেদের দোষ খণ্ডানোর জন্য ১৪ দিনের সময় পাচ্ছেন অভিযুক্তরা। এর মধ্যেই আপিল করার সুযোগ পাবেন তারা। রবিন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সব ধরনের প্রস্তুতি নেবেন বলে জানান, 'আমি জানি নির্দোষ। দুই-একদিনের মধ্যেই আমি আইনজীবীর সঙ্গে কথা বলব। ' ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ফ্র্যাঞ্চাইজি সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরীর বিপক্ষে ম্যাচ  ফিক্সিং ও স্পট  ফিক্সিংয়ের অভিযোগ এনেছে আইসিসি।

তাদের চার্জশিট দেওয়া হয়েছে। গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার সেলিম চৌধুরী অস্বীকার করেছেন অভিযোগ, 'আমি এটা মানি না। এটা ভুল। আমি কোনো দোষ করিনি। ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর কারা দোষী, কারা নির্দোষ সেটা প্রমাণিত হবে।

' এ ছাড়া নিজেকে নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন বলেও জানান তিনি। আমি মনে করি বিপিএলকে ধ্বংস করার জন্য এমনটা করা হয়েছে। এটা আন্তর্জাতিক চক্রান্ত। আমি প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব। ' ১৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায়।

এই অধ্যায় বহন করতে হবে এদেশের ক্রিকেটকে অনাদিকাল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।