আমাদের কথা খুঁজে নিন

   

যমুনার ওপর দুটি রেলসেতু

বুধবার মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। 
একটি প্রকল্পের অধীনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) যমুনা নদীর ওপর এখনকার বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েলগেজ ডাবল ট্র্যাক বিশিষ্ট রেলসেতু নির্মাণ হবে।
অন্য প্রকল্পে পিপিপির অাওতায় ফুলছড়ি-বাহাদুরাবাদ ঘাটে হবে অন্য রেলসেতু।
অর্থমন্ত্রী বলেন, যমুনা সেতুর পাশে রেলসেতু নির্মাণে খরচ কম পড়বে কারণ সেখানে নদী শাসন করার খরচ হবে না।
বঙ্গবন্ধু সেতুতে বর্তমানে রেল চলাচল করছে এবং সেতুতে ফাটল ধরার এটিও একটি অন্যতম কারণ বলেও জানান তিনি।
তবে এ দুটি প্রকল্পে কত খরচ হবে তা জানাননি অর্থমন্ত্রী।
রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু করতে ১০০ কোটি মার্কিন ডলার এবং ফুলছড়ি-বাহাদুরাবাদ ঘাট রেলসেতু নির্মাণে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে।
পিপিপির আওতায় ঢাকার কমলাপুর, পাবনার পাকশী এবং চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল সংলগ্ন অব্যবহৃত জমির ওপর একটি করে ৫০ আসনের মেডিকেল কলেজ এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে ২৫০ শয্যয় উন্নীত করার প্রস্তাবও অনুমোদন হয় বৈঠকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।