ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
কবেই তো ম'রে গেছে লৌহজং
সাথে করে নিয়ে গেছে শৈশব-কৈশোর
ধলেশ্বরী এখনও সতেজ
তবু যমুনার চরে ওড়ে এক ঝাঁক পাখি।
নদী-খাল-বিল-গজারীর বন ঘেরা
সেই সি্নগ্ধ সবুজ শ্যামল গ্রাম
আজও ডাকে কাছে মায়ের আদরে
মেলে দেয় স্নেহের আঁচল নদীর ধারায়
বংশাইও সতেজ তেমন
তবু যমুনার চরে ওড়ে এক ঝাঁক পাখি।
ওই পথ ধ'রে যতোবার হাঁটি
ফিরে আসে উধাও কৈশোর
রঙের ঘুড়ি হাতে দুরন্ত দিন
প্রিয় পাঠশালা, প্রিয় স্যার জয়নূল
সেই প্রিয় গ্রাম তেমনি সতেজ আজো
তবু যমুনার চরে ওড়ে এক ঝাঁক পাখি।
04.05.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।