আমাদের কথা খুঁজে নিন

   

কাজে কর্মে মন নাই, টেনশনে চোখের পাতা লাগে না, খালি চাইয়্যা থাকি

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

সব কিছু গেঞ্জাম লাইগ্যা গেছে। সব কাজেই ঝামেলা। কোনডা রাইখ্যা কোনডা করুম. ফালায়া রাখতে রাখতে এহন দেহি সব ওলট পালট হই গ্যাছে। করতে পারছি না বলে টেনশনে ঘুম আসে না চোখের পাতা দুই পাড়ে, আর চোখের মণি মধ্যিখানে। . . . (কম কথায় এটাই হলো মূল কথা। আরো বিস্তারিত লিখতে গিয়েও টেনশন. তাই বাদ দিলাম। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।