আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ি অভিমুখী লংমার্চ বগুড়ায়

‎'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’

গতকাল বুধবার সকাল ১০ টায় বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় মাঠ হতে খনিজ সম্পদ রক্ষা কমিটি লং মার্চটি বগুড়া থেকে গাইবান্দার উদ্যেশে রওনা হয়। এর আগে তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির দিনাজপুরের ফুলবাড়ি অভিমুখী লংমার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দেড় হাজার সদস্য নিয়ে বগুড়া আসে। লংমার্চটি সন্ধ্যায় বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বিশাল সমাবেশ করে ও লংমার্চের শিল্পীরা সংগীত পরিবেশন করে। লংমার্চে যোগ দেয়া বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে জানা যায়, জনসাধারণের সহযোগিতায় লংমার্চের ৩য় দিন তাদের সংগঠন বগুড়ায় আসে। কমিটির পক্ষ থেকে বলা হয়, চলার পথে সাধারণ মানুষের সাড়া তাদের মুগ্ধ করেছে।

তারা উল্লেখ করেন, দিন যত অতিবাহিত হচ্ছে লংমার্চের সদস্য সংখ্যা ততই বৃদ্ধি হচ্ছে। উল্লেখ্য, জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়ন করে ফুলবাড়ি কয়লা প্রকল্প উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) ২০০৮ এর মতো জাতীয় স্বার্থ বিরোধী সব কর্মসূচি বাতিল ও দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার সব অপতৎপরতা বন্ধ করার দাবিতে গত ২৪ অক্টোবর ঢাকা থেকে তাদের এই লংমার্চ শুরু হয়েছে এবং ৩০ অক্টোবর দিনাজপুর ফুলবাড়িতে শেষ হবে। বগুড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলীর শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মোহাম্মদ, খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, মঞ্জুরুল আহসান খান, জোনায়েদ সাকি, টিপু বিশ্বাস প্রমুখ । এসময় বক্তারা পিএসসি চুক্তি বাতিলসহ জাতীয় কমিটি ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। বগুড়ায় লংমার্চের সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব কৃষ্ণ কমল, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদে জানা যায়, গাইবান্দা হয়ে লংমার্চটি গতকাল রাতে পলাশবাড়িতে অবস্থান করে এবং আজ ২৮ অক্টোবর রংপুরে গিয়ে লংমার্চটি সমাবেশ করবে। এরপর সৈয়দপুর হয়ে আগামী ৩০ অক্টোবর দিনাজপুর ফুলবাড়িতে গিয়ে লংমার্চটি শেষ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.