যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়
স্বাধীন দেশে স্বাধীন জীবন!
জীবন থাকতে জীবন-মরণ,
জীবন-মরণ পণ করেছে,
মাথা ঝুঁকবে না !
নোয়াতে মাথা কাটতে হবে!
কাটতে হবে, কাটতে হবে!
কাটবে মাথা ক'বার দেখি,
তবুও ঝুঁকবে না!
ধরায়ে শায়িত কাটা মাথায়,
আসুক শান্তি (!), আসুক সূর্যোদয় (!)
জানবে তবু, সেই মাথাটি
শুধু ছিন্ন হয়ে চুমেছে তাঁর মাটি!
ঝোঁকে নি সে জীবন থাকতে---
এখনো ঝুঁকবে না!
সবাই হবে ধন্য গেয়ে
এমন ফুলবাড়ীবাসীর জয়গান,
শত শোষন, শত শাসন,
শত রক্ত চক্ষু, ত্রাসন
তলেও যাদের মাথা ঝোঁকে না!
জীবন-মরণ পণ করেছে,
মাথা ঝুঁকবে না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।