আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ি কয়লাখনিতে কাজ পেতে জন্যে এখনও জোর প্রচেষ্টা চালাচ্ছে এশিয়া এনার্জি

““Do not believe in anything simply because you have heard it. Do not believe in anything simply because it is spoken and rumored by many. Do not believe in anything simply because it is found written in your religious books. Do not believe in anything me ফুলবাড়ি কয়লাখনি দিন দিন জিএসএম (সাবেক এশিয়া এনার্জি) এর জন্যে একটি prestige issue হয়ে দাঁড়াচ্ছে,গত অর্থবছরে ৩১ কোটি টাকা লোকসান দেয়া এই কোম্পানি এখনও ফুলবাড়ির কয়লাখিনর কাজ পাবে বলে তাদের শেয়ারহোল্ডারদের বুঝিয়ে যাচ্ছে। শেয়াহোল্ডারদেরকে আকৃষ্ট করতে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় তারা বলেছে - #স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রকল্প এলাকায় বিভিন্ন জরিপকাজ প্রায় শেষ হয়ে এসেছে। #২০১৩ সালের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই প্রকল্পটি সরকারের অনুমোদন লাভ করবে বলে তারা আশাবাদী ! তবে বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তারা । #'তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি' নামের একটি "ক্ষুদ্র" গোষ্ঠী "কিছু" কর্মসূচি পালন করেছে। #প্রতিবাদকারীরা "উন্মুক্ত পদ্ধতিতে" কয়লা উত্তোলনের বিরোধিতা করছেন না।

তাঁদের বিরোধিতা শুধু বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে। এসব থেকে এটা স্পষ্ট যে, তারা এখনও ফুলবাড়ির কাজ পেতে জোর লবিং চালাচ্ছে। সারা যাকের, আলী যাকেরের মত ব্যক্তিত্বরা এরসাথে জড়িত বলে আমরা কিছুদিন আগে প্রমাণও পেয়াছি। কিন্তু সরকারেরও এটা বোঝা উচিৎ যে তারা যদি এখনও এশিয়া এনার্জিকে কোন আশা ভরসা দিয়ে থাকে তবে তা হবে তাদের জন্যে আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের কাছে এতদিনে এটা হয়ে যাওয়া উচিৎ এদেশের জনগণ "উন্মুক্ত পদ্ধতি,বিদেশী কোম্পানি বা রপ্তানির সুযোগ" কোনটাই মেনে নেবে না।

আমিন, সালেকিন, তরিকুলের রক্তরঞ্জিত কয়লাখনি যে কোন মূল্যে এশিয়া এনার্জির কবল থেকে রক্ষা করব আমার। মাঝখান থেকে সরকার শুধু শুধু জনগণ আর এশিয়া এনার্জি উভয় পক্ষের রোষানলে পড়বে। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.