আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমাকে ভুলে যাবে/ আমাকে ভুলে গেছো তুমি/ প্রেম বুঝি এমন ই? /প্রেম ঘটে এভাবে!....

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১. আরো কিছু লাগে পোড়া পোড়া চোখ চুমুকে চাবুক এক ফালি প্রেমের কবিতা; আরো কিছু লাগে টুকরো ফি ফসল উড়ো প্রনতি প্রেম নিম স্মৃতির ভোর ভাবি তা। ২. হিম হৃদয়,বার্লির বন আশ্বিনে ঝড়; কাশফুলো বীজ,ফড়িং উচাটন নিধুবনে ঘর। ৩. পথ পথ দুরন্ত সীমাহীন বাধার; সারা সারা পথ আলোহীন আঁধার। ৪. আমি তোকে ভালবেসেই কাঁদি প্রিয় জানিসনেকি তুই আমার প্রেমিক অদ্বিতীয়! ৫. আজকে আমার মরন হলে হোক এমন ভালবাসা তোকে কে দিয়েছে বল! আমার প্রেমের ফাঁদ ভেঙে তুই পালাস তার চেয়ে তো এই ভালো,স্বর্গশূন্য ফল..। ৬. তোমার জন্য বৃষ্টি হোক ভিজবেনা জানি... সে জল আমার অথৈ শোক। ৭. চোখ দিয়ে ছুঁই তোকে! আর তুই? দৃষ্টিসীমার বাইরে থাকিস;দু মালিকা জুঁই চোখ দিয়ে ছুঁই তোকে!আর তুই? ৮. তোমার জন্য এক ফালি ঘৃণা তোমার জন্য টুকরো প্রেম... তোমার জন্য চাঁদ দেয়া যেত যেহেতু যুবক তুমি আলোর প্রতি উদাসীন; ঘৃনা তোমার নির্লিপ্ততায় একটি ভুল কবিতা লেখার অপরাধে রাতের পর রাত যেভাবে জবাবদিহি করেছি, সেই তীব্রতায়- ঘৃনা তোমার প্রতি অর্বাচীন। ৯. এই দুজনে মিলে যেদিন পাহাড়ে যাব; আমরা প্রেম বুনে সুখী। আহারে!ভাবো....। ১০. জোছনা নদী উপুড় করা মন টুংটাং সারাক্ষন একটি ফোনের অপেক্ষা; দুব্বাঘাসের মাঠ পেরুলে সবুজপাতার বন এখন আমার অপেক্ষা আপন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.