لا إله إلا الله محمد رسول الله
ডাক্তার দেখিয়ে যখন বের হলাম বুঝলাম আমার মনটা ভীষন খারাপ । ঠিক করলাম আজ হেঁটে হেঁটে বাসায় যাব । ড্রাইভারকে বিদায় করে দিলাম । ১৫ নম্বর থেকে হাঁটা ধরলাম উদ্দেশ্য বাবর রোড । স্টার কাবাবের সামনে এসে থমকে দাঁড়ালাম , কাবাবের সুগ্ঘ্রান নাকে কেমন সুড় সুড়ি দিচ্ছে ।
ভাবছি ডুকব নাকি ! আমার অতি প্রিয় খাবার । মনেপড়ে গেল অতীতের কথা, তখন খুব হাঁটতাম । হাঁটতে হাঁটতে যখন দেখতাম রেস্টুরেন্ট গুলোতে কাবাব ভাজা হচ্ছে কিংবা গ্রীল ঝুলিয়ে রাখা হয়েছে তখন খুব খেতে ইচ্ছে হত । কিন্তু পকেটে টাকা ছিলনা !
কারো ধাক্কায় বাস্তবে ফিরে এলাম, দেখলাম এক ছোকড়া বিরক্ত মুখে আমাকে পাশে ঠেলছে, চলার পথে দাঁড়িয়ে আছি বুঝতে পেরে আবার হাঁটা ধরলাম । না এখানে দাঁড়ানো যাবেনা, ডাক্তার খুব করে মানা করে দিয়েছে কোন মতেই মাংস খাওয়া যাবেনা ।
নিজ মনে হাঁসলাম...আহা নিয়তি ! একসময় টাকার অভাবে ভাল মাছ-মাংস খেতে পারিনি অথচ আজ টাকার কোন অভাব নেই তারপরও মাছ-মাংস খেতে পারছিনা ! কি নির্মম ! কেন জানেন ? ডাক্তারের কঠোর নিষেধ মাছ-মাংস একদম খাওয়া যাবেনা !
হাঁটতে হাঁটতে কেমন যেন হাঁফিয়ে উঠলাম । অনেকদিন পর এতটুকু হাঁটছি । নিজের অজান্তে আবার হেঁসে উঠলাম , এবার মনে হয় একটু শব্দ হলো বোধহয় কারন পাশের ভদ্রলোক কেমন অবাক হয়ে আমায় দেখছে। একটা এপার্টমেন্টের সামনের ফাঁকা জায়গায় একটু দাঁড়ালাম, হাঁপিয়ে উঠেছি । সামনে একটা দামী গাড়ী পার্ক করা ।
একসময় এমন গাড়ী দেখলে ভাবতাম আহা আমার কি এমন একটা গাড়ী হবে ! এমনসব গাড়ীতে চড়তে খুব ইচ্ছে হত । আজ আমার এমন কয়েকটা গাড়ী আছে কিন্তু চড়তে পারছিনা ! কেন জানেন ? ডাক্তার বলেছে , আমায় প্রচুর হাঁটতে হবে ! আমি হাঁটছি ....শুধু হাঁটছি...কি নির্মম..কি বাস্তবতা !
হাহাহাহা....ঘটনাগুলি আমার না , আজ একজনের কাছ থেকে শুনলামতো তাই গল্পে মত করে লিখলাম । জীবনতো এমনই....সুন্দর গাড়ী দেখলে আমারো মনে প্রশ্ন জাগে আমারো কি এমন একটা গাড়ী হবে ?
আচ্ছা গাড়ী যদি হয় আমি কি সেই গাড়ীতে চড়তে পারবো ? নাকি......হাহাহাহাহা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।