আমাদের কথা খুঁজে নিন

   

আমারো ইচ্ছে করে

এসো আঁধারের আলো হই, মানুষের হাঁসি হোক আমাদের প্রাপ্তি।

একটু পরেই ভোরের পাখিরা ডেকে উঠবে, ঘুমন্ত শহরের নাক ডাকা ঘুম কেপে কেপে ঘাঙতে শুরু করেছে, দুর থেকে ট্রাকের গর্জন ভেসে আসছে, ঘুম ভাঙছে সবার । আমিও ঘুমাতে চেয়েছিলাম, আমিও নিশ্চিন্ত ঘুমের শেষে জাগতে চেয়েছিলাম, আমিও চাই অন্যদের মত চোখ ডলা ঘুমের ভাব নিয়ে প্রশান্ত আড়ামোড়া খেতে। আমিও চাই প্রিয় কারোর স্পর্শে কিংবা ফোনে ঘুম ভাঙুক আমার। ঘুমের রেশ নিয়ে প্রিয় মানুষটির কোলে মাথা রেখে আরো কিছুক্ষন কাটাতে আমারো ইচ্ছে করে, ভাঙা ঘুমের না ভাঙা রেশের মাঝে মাথায় কারো কোমাল হাতের স্পর্শ পেতে মনটা আমারো ব্যাকুল হয়!

এটা অন্য এক মনের কথা যাকে আমি কখনই পাত্তা দেইনি, এরকম একটা মনযে আমার আছে সেটাও আমি বিশ্বাস করতে চাইনা, আমি আমার, আমার মনেই নই।

আমি নিজেকে ভুলেছি নিজের লাগি, নিজেকে করেছি পর,
নিজেকে তুলেছি আপন নিবাসে, নিজের লাগিয়া যত তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.