হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।
বাদ
আমরা খোয়াব দেখি, একদিন আমরা পচানব্বই ভাগ, একদিন আমরা রূপগঞ্জ, ফুলবাড়ী, কানসাট। একদিন বন্যবর্বর আমরা তোমাদের সুখের ফুলহাতা জামা খুইলা নিয়া ফুল সুখী-সর্বহারা হব।
বিবাদ
আমরা মুক্তিযুদ্ধওয়ালা, আমরা ইসলামওয়ালা, আমরা দেশপ্রেমওয়ালা, আমরা বন্দুকওয়ালা, আমরা কালোচশমাওয়ালা, আমরা কলম-ক্যামেরা-তুলিওয়ালা, আমরা কর্পোরেটওয়ালা, আমরা আলিম-জালিম-কালিম-ডালিমকুমাররা, আমরা মাত্র ভগ্নাংশ যারা, ভগ্নাংশের নাটবল্টু বাকি পাঁচশতাংশ যারা_ আমরা ঐক্যবদ্ধ, আমরা অপ্রতিরোধ্য। আমরা আর আমাদের মামুরাই দেশ-জাতি-সার্বভৌমত্ব। আমরা হাবিল-কাবিল-সিবিল। আমরা আমরিকা-ভারত-সৌদি। আমরাই মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন, আধুনিকতা আর ইসলাম ভাজি।
আমরা বাজিকর, তোমরা পাজি।
আমাদের ভয় নাই, ওলটপালট করে দে মা লুটেপুটে খাই। আমরা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (একটি জনজাতীয় সাবসিডিয়ারি) কোম্পানি। তোমাদের জন্য কালাপানি।
তোমরা আমাদের বাস্তব, আমরা তোমাদের স্বপ্ন।
প্রতিবাদ
আর আমরা, সাড়ে তিন কোটি দারিদ্র্যসীমার শৈশব। তাদের সাত কোটি বাপ-মা, আমাদের দেড়-দুই কোটি ভাইবোন, আমরা মাটির সঙ্গে পোকার মতো সাঁটি, আমরা দুঃখের দিনে চোখ নামিয়ে হাঁটি। আমরা মন্ত্রচালিত-যন্ত্রচালিত ভুত। আমরা বিশ্বায়িত শ্রমদাস। আমরা লাখলাখ শিশুকন্যা, আমরা লাখ লাখ যোনিসমেত চোরাপথের রপ্তানি।
আমরা হাইকোর্ট দেখা কানা আর কানি।
আমরা নদী-পানি-বন, গ্যাস-কয়লা-বন্দর-জমি-বীজ ছাড়াই মারাত্মক স্বাধীন। যুদ্ধ-সংগ্রাম-মেহনত আমাদের খাসলত। আমরা যতবারই মাখাই সাধের ছাতু, হয় গু। সেই গু মুখে মাইখা রাখাই আমাদের দেশপ্রেম, সেনাপ্রেম, গণতন্ত্ররতি।
আমাদের রক্ত আর তোমাদের বিলাসী গুয়ে মাখামাখি হওয়াই শ্রী শ্রী সার্বজনীন মানবাধিকার।
সংবাদ
আমরা খোয়াব দেখি, একদিন আমরা পচানব্বই ভাগ, একদিন আমরা রূপগঞ্জ, ফুলবাড়ী, কানসাট। একদিন বন্যবর্বর আমরা তোমাদের সুখের ফুলহাতা জামা খুইলা নিয়া ফুল সুখী-সর্বহারা হব।
তোমাদের স্বপ্নদোষে আমরা ঝরে যাব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।