আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে কি সেক্যুলারিজম টিকে থাকতে পারবে?



মিশরের ইতিহাসে প্রথমবারের মতো অবাধ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর অব্যাহত রাজনৈতিক সংকটকে দেশটির মডারেট সেক্যুলাররা একটি সুযোগ হিসেবেই কাজে লাগাতে পারে। মিশরে বর্তমানে চলমান রাজনৈতিক অবস্থায় মুরসি সমর্থক এবং সেনাবাহিনীর সমর্থকদের মধ্যকার বিভেদ দ্বারাই শাসিত। ফলে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে বলে মনে হতে পারে যে, মিশরীয়দেরকে হয় ধর্ম শাসিত একটি রাষ্ট্র মেনে নিতে হবে আর নয়তো সেনাশাসন। গত ১৪ আগষ্ট মিশরে যে ন্যাক্করজনক গণহত্যা হয়েছে এই অবস্থায় কি একটি সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সেনাবাহিনী অগ্রসর হতে পারবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।