যা মনে আসে তাই লিখি চোখ খুলতে পারছিলাম না। এত আলো!! মাথা ঘুরাচ্ছিল। আশেপাশে মানুষজন আছে বুঝতে পারলাম। কি যেন টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে। মাথা ঘুরাচ্ছে।
বমি করে দিলাম।
"হুঁশ ফিরেছে! সাবজেক্টের হুঁশ ফিরেছে!! ভোমিটিং..."
"কোথায় সবাই?"
"হাত ধরো"
"মাস্ক টা পড়াও"
আমি সমান তালে বমি করে চলেছি। কানে শব্দগুলো আসছিল। হাত পা অবশ হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই।
ঘুম ভাঙল আমার। হাতে ল্যাপটপ। অনলাইনে নাসার কি একটা প্রামান্য চিত্র। অফ করে দিলাম। এতক্ষন তাহলে স্বপ্ন দেখছিলাম।
ভালো লাগছে ভাবতে। ফেইসবুকে ঢুকতে ইচ্ছা করল। ঢুকলাম। ঢাকায় ভূমিকম্প হয়েছে তা নিয়া ফেইসবুকেই ভূমিকম্প। বিরক্ত লাগছে।
বাইরে এলাম। দেখি ফুপু খেজুরের রস জ্বাল দিচ্ছে। ফুপা আমাকে খেজুরের রসের হাড়ি এগিয়ে দিলেন। মানে কি?? স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। মাথায় কাজ করছে না।
বাইরে ঘুরতে যাবো না। এখন এখানেই থাকব। দেখি কি হয়।
হঠাত দেখি ফোন বাজছে আমার। রুমে গিয়ে ধরলাম।
দেখি ফুপা। মানে কি?? ফুপা তো তার রুমেই গেল এইমাত্র আমাকে দেখে। আমি দৌড়ে বের হলাম। দেখি ফুপা তার রুম থেকে বের হচ্ছে ফোনে কথা বলতে বলতে। উঠানে কারা যেন ঢুকেছে।
ফুপু দৌড়ে আসতে লাগলো। ওরা গুলি করল। ফুপাকে ওরা ধরে ফেলল। আমি আমার রুমে গেলাম ভাইকে ওঠাতে। হাত দিয়ে কিছু ধরতে পারছিলাম না।
ওরা আমার রুমে আসলো। আমাকে কি চোখে দেখছে না নাকি??? আমি আমার ভাইটাকে বাচানোর চেষ্টা করতে লাগলাম। ওরা আমার ভাইকে ওঠালো।
- না এ সে নয়।
- মেরে ফেল।
ওরা আমার সামনেই আমার ভাইকে মেরে ফেলল!! আমি মাথা ঘুরে পরে গেলাম।
চোখ খুললাম। দেখি আমি বসে আছি চেয়ারে। কাদছি আমি।
-কেঁদে লাভ নেই মিঃ আবেদিন।
আপনার ফুপা ফুপু ও ভাইকে ওরা আগেই মেরে ফেলেছে। আপনি যা দেখলেন তা আপনাকে টাইম সিংক্রনাইজ করে দেখান হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।