আমাদের কথা খুঁজে নিন

   

পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল রেজিস্ট্রেশন করে!

... আমি সব দেখেশুনে খেপে গিয়ে বলি বাংলায় 'ধুর-বাল'।

অনেকদিন নামপরিচয়হীন ভাবে ব্লগদর্শন করিবার পর কত আশা নিয়া সামুতে আসিয়াছিলাম, ইচ্ছা ছিল ব্লগিং (ব্লগর-ব্লগর) করিয়া ফাটাইয়া ফেলিব। নিজের পাগলামির কথা সকলকে অবগত করিব। কিসের কি! মডু ভাইডিরা "ব্লগ লিখতে চান? রেজিস্ট্রেশন করুন" বলিয়া যে রামধোঁকা খাওয়াইলেন তাহা হজম করিতেছি আজকে এক সপ্তাহের বেশি... কোন কিছুতে মন্তব্য করিবার বাসনা প্রকাশ করিলেই এক প্যারা বাধ্যতামূলক বক্তব্য শুনিতে হয়। --- মডু-ব্ক্তব্য এবং আমার ভাবনা -- [আপনি নতুন ব্লগার: সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম।

আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। ] - আমি বন্দী কারাগারে... [দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না । ] - নতুন আসিয়াছি বলিয়া এই জন্য এইভাবে অযাচিত আচরণ করা ঠিক নহে। [লক্ষ্য করুনঃ] - এতদিন ধরিয়াতো কেবল লক্ষ্যই করিলাম, এখন কিছু বলিতে চাহিলেও লক্ষ্য করিতে হইবে? কাহাকে লক্ষ্য করিব? লক্ষ্য করিবার মতো তেমন রূপসী ব্লগার কি আছেন?! [নতুন ব্লগারদের জন্য নীতিমালা -] - পুরাতন ব্লগারদের দোষ নিতে হইবে নতুর ব্লগারদের? উদোর পিণ্ডি ভুদোর ঘাড়ে?! [নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না ।

] - আপনি আমাদের মেহমান, খাবার আপনার সামনে দেয়া হইয়াছে, কিন্তু আপনি কিছুই খাইতে পারিবেন না, কিছু বলিতেও পারিবেন না। ভাল কথা, 'প্রথম পাতায় একসেস' জিনিসটা কি?! [কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । ] - মানে একলা একলাই চিৎকার-চেঁচামেচি করিতে থাকেন, কেউ দেখিবে না, জানিবেও না। উল্লেখ্য, মডুহৃদয় বড়ই কঠিন বলিয়া বোধ হইতেছে! [কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে । ] - কিছু দুষ্ট ব্লগার ঠেকাইতে গিয়া মডুদের এই কঠিন হৃদয়ের অধিকারী হইতে হইয়াছে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই মহাউদ্যোগ! স্বাগত না জানাইয়া কোন উপায় দেখিতেছি না।

কবে এই জেল হইতে ছাড়া পাইব জানি না... এই হইবে জানিলে কি আর নতুন নিক রেজিস্ট্রেশন করি?! ... আমি সব দেখেশুনে খেপে গিয়ে বলি বাংলায় 'ধুর-বাল'।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।