আমাদের কথা খুঁজে নিন

   

তোফায়েল আহমেদ, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু.... কিন্তু.... কিন্তু....!!!!

http://www.facebook.com/Kobitar.Khata

দেশে সৎ রাজনীতিকের বড়ই অভাব। এর মধ্যেও যে দু'একজন শিক্ষিত, ভদ্রলোক ও ভাল রাজনীতিক আছে তাদের মধ্যে তোফায়েল আহমেদ একজন। উনার রাজনৈতিক ক্যারিয়ারটা অনেক বড় এবং অনেক ঘটনাবহুল। রাজনৈতিক জীবনে আছে অনেক বড় বড় অর্জন। মুক্তিযুদ্ধে আছে গৌরবজনক ভুমিকা।

কিন্তু আজ এটিএন বাংলায় ''একদিন প্রতিদিন'' অনুষ্ঠানটি দেখে সেই শ্রদ্ধাটা কেমন যেন একটু হোঁচট খেল। অনুষ্ঠানটিতে উনার যে আলিশান বাড়ি গাড়ি দেখলাম তাতে করে আমি রীতিমত টাকসি খেয়ে গেলাম। বঙ্গবন্ধু সারাজীবন সৎ এবং দেশের জন্য রাজনীতি করে গেছেন। বঙ্গবন্ধুর ৩২ নং বাড়ি যেটা বর্তমানে যাদুঘর সেই বাড়িতে আমার ৪/৫ বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। একজন সৎ ও জনগনের নেতার বাড়ি যে কেমন হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ ৩২ নং এর সেই বাড়ি।

যারা নিজের চোখে সেই বাড়ি দেখেছেন তারা বঙ্গবন্ধুর শত্রু হলেও আমার সাথে আমার সাথে একমত হতে বাধ্য হবেন। আজ টিভি পর্দায় তোফায়েল আহমেদ এর যে বাড়ি দেখলাম তাকে করে আমার মনে হয়েছে এই বাড়িটির মূল্য দিয়ে বঙ্গবন্ধুর বাড়িকে ১০০ বার কেনা যাবে। তোফায়েল সাহেব, সৎ রাজনীতি করে কি একজন নেতা একজীবনে এমন একটি বাড়ির মালিক হতে পারে? জানি অবান্তর প্রশ্ন, এর উত্তর কোনদিন পাব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.