গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি ও বিএনপির বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দলের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, “আমরা ইসিকে বলেছি চাইলে সেনা মোতায়েন করতে পারেন। তবে নির্বাচন কমিশন সেনা মোতয়নের কোনো পরিস্থিতি গজীপুর সৃষ্টি হয়নি বলে আমাদের জানিয়েছে।
গাজীপুরে সেনা মোতায়েনে বিএনপি’র দাবির বিষয়ে তোফায়েল বলেন, “বাংলাদেশের দক্ষ সেনাবাহিনীকে যারা ইতোপূর্বে বিতর্কিত করেছে, তাদের মুখে সেনা মোতায়েনের কথা মানায় না। ”
এর আগে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন।
এ সময় উপস্থিত তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “নবম সংসদে মহাজোটের বিজয়ের পর বিএনপি বলেছে সেনাবাহিনী আমাদেরকে এনেছে। এবার এ নির্বাচনে বিএনপির কথা অনুযায়ী সেনা মোতায়েন করা হলে আমরা মনে করি, তারা আবার সেনবাহিনীকেও বিতর্কিত করবে। ”
ধানমন্ডি কার্যালয়ে গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তোফায়েল বলেন, “বিএনপির সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। মিথ্যা অভিযোগ করা তাদের পুরনো অভ্যাস। বিএনপি গাজীপুর নির্বাচনের আগে বিভিন্ন কথা বলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন প্রভাবিত করার চক্রান্ত হচ্ছে।
এ অভিযোগের জবাবে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল বলেন, “এর চেয়ে মিথ্যাচার আর হতে পারে না। বরং নির্বাচন সুষ্ঠু করার জন্যে যা যা সহযোগিতা দরকার প্রধানমন্ত্রীর কার্যালয় ইসিকে করছে। ”
“নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানককে। তারা উত্তরায় দলীয় কার্যালয়ে বসে নির্বাচনের বিভিন্ন খোঁজ খবর নেয়।
এটাতো দোষের কিছু নয়। ”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।