আমাদের কথা খুঁজে নিন

   

প্লেনে চরুন, তবে সাবধানে। কিছু কৌশলের মাধ্যমে সাবধাণতা অবলম্বন করতে পারলে, বেচেঁ যেতে পারেন অনেক ক্ষেত্রেই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

প্লেন হচ্ছে সবচেয়ে নিরাপদ ভ্রমনের মাধ্যম। জ্যাম নাই, ট্রাফিক সিগন্যাল নাই, নাই কোন স্পিড বেগার। ওভার লোড নাই, দাড়িয়ে যাবার ব্যাবস্থা নাই, নাই কোন হকার। খাবার পাবেন, টিভি পাবেন আরো পাবেন চিকিৎসা।

শুতে পারবেন, বসতে পারবেন আরো পারবেন মাইনাস করার ব্যাবস্থা। আর তাইতো টুইন-টাওয়ারে আক্রমন হওয়ার সাথে সাথে নিরপত্তা খুজতে প্রধান মন্ত্রি সাহেব প্লেনে চরেই আকাশে আশ্রয় নিয়ে ছিলেন। সুতরাং প্লেনের কোন বিকল্প নাই, এ কথাতে কোন সন্দেহও নাই। কিন্তু আজকাল প্লেন যে ভাবে ক্র্যাশ হওয়া শুরু করেছে, তাতে কবে যেন এটা বরিশালে লন্চের মত হয়ে যায়। শুরু হয়ে যায় ওভার লোড, হকার, ট্রাফিক জ্যাম, দাড়িয়ে যাবার ব্যাবস্থা।

প্লেনে চড়ার নিশ্চয়ই কিছু নিয়ম কানুন আছে, আরো আছে সে নিয়ম ভংগ করলে তার শাস্তির নিয়ম। কিন্তু সবসময় কিংবা সব জায়গায় কি আর তদারকি করা যায়, যায় না। তাইতো মিডিল ইষ্টে কাজকরতে আসা প্যাসেন্জারগন বাথরুমে গিয়ে 'বিড়ি' খাওয়াকে চালাক আর না খেতে পারাকে ভিতু হিসেবেই আক্ষ্যায়িত করে থাকে। তারা আবার খাবারের প্লেট থেকে 'চামচ' 'ছুড়ি' গায়ে দেবার শীত বস্রকে লুকিয়ে নিয়ে তা দিয়ে প্লেন ভাড়া অর্ধেক উঠানোর দাবিও করে থাকে। এবার আসুন কিছু কাজের আলোচনা করি।

লন্চ ডুবে গেলে আমরা বিভিন্ন উপায়ে অনেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হই। বাসে চরলেও নির্দিষ্ট কিছু নয়ম মেনে চললে যেমন একসিডেন্টর ক্ষতি থেকে নিজেকে অনেক সময় রক্ষা করা সম্ভব হয়। কিন্তু প্লেন দুর্ঘটনার শিকার হলে, এমন কোন কি টিপস আছে, যাতে হয়ত বা নিজেকে ১% হলেও সেভ করার আশা করা যায়। হয়ত নাই। তাই বলে কি মৃত্যুর আগে মৃত্যুকে কবুল করব? এত দামি এই জিবনকে কি সেফ করার জন্যে কোন কৌশলই অবলম্বন করব না? বড় দূর্ঘটনা হলে হয়ত নিজেকে রক্ষা করতে পারব না, তবে কিছু কৌশল জানা থাকলে অন্তত ছোট খাটো দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে তৎপর হতে পারব।

আসুন সবাই মিলে কিছুনা কিছু একটা শেয়ার করি, পরামর্শ দেই পরামর্শ নেই। ================= আমিই শুরু করলাম। ------------------------------- ১) সিট বেল ভাল করে বাঁধতে হবে। ২) কখনো ঘুমাবেন না। ৩) সবসময় ব্রেন চালু রাখতে হবে, দুর্ঘটনা ঘটে গেলেও ঘাবরিয়ে গিয়ে গ্যান হারানো চলবে না।

৪) ইয়াং বয়সি হলে, সাথে নিজের কেনা, পেরাসুট রাখতে পারেন, এবং তা কিভাবে ব্যাবহার করতে হয় তা অবশ্যই জেনে রাখবেন। ৫) ------------------------. ৬) ------------------------. ৭) -------------------------. ৮) -------------------------. ৯) -------------------------. ১০) শারীরিক দুর্বল হলে, দরুদ শরিফ/ ইস্তেগফার পড়ে, নিজের সমস্ত ভুলের জন্য অনুশোচনা করে মনটা প্রফুল্ল রাখার চেষ্টা করুন। সাম্প্রতিক লিবিয়াতে ধ্বংশ হওয়া প্লেনের ছবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.