এক্স বলেছেন: @রিডার ওয়ান -
ভুয়া বিচারক পাওয়া গেলে আমরা বলি দোষী বিচারকের শাস্তি নিশ্চিত করুন, কিন্তু আর্মিদের কোন অপরাধ দেখলেই আমরা বলি আর্মিকে নিশ্চিহ্ন করুন.
৭১ থেকে যে সরকারই এসেছে সেই আর্মিদের ওপর হত্যাকান্ড ও নিষ্পেষন চালিয়েছে. মুজিব রক্ষীবাহিনী বানিয়েছিল, জিয়া ব্যাচ মোডে আর্মি নিধন করেছিল, এরশাদ এসেই জিয়া হত্যার বিচারের নামে সকল প্রতিদন্ধী আর্মি অফিসার মেরেছে ও আর্মিকে চুরি বিদ্যা শিখিয়েছে, হাসিনা-খালেদা প্রত্যেকেই আর্মিদের মুখ দেয়ালে ঠেসে রেখেছে, হাসিনা তো অগ্রবর্তী হয়ে ৫৭ জন আর্মিকে মেরেই ফেলল. কমন শত্রু এই আর্মির নূন্যতম হকটাও যে সরকাররা দিবে না এটাতো বলাই বাহুল্য.
হাসিনা তাইলে এই ৫৭ টারে ফেলেছে...!! গুড পয়েন্ট। অন্তত এটুকু এতদিনে প্রকাশিত হল যে, পিলখানা হত্যাকান্ড স্বয়ং হাসিনা-র কাজ। তাইলে আর সাধারণ বিডিআরদের এভাবে বিচারের নামে প্রহসনের মধ্যে টানছেন করছেন কেন? হাসিনারে তুলে ফেলুন ক্ষমতা থেকে...! না-কি ওই সত্তুরজনের লাশের বিনিময়ে অঢেল ক্ষমতা আর সম্পদ ভোগ করার জন্য লোল ঝরছে...!!!
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সাথে এতদিন তাহলে মিথ্যা কথা বললেন?
জানতে দেখুন,
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।