আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ



জাবিতে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী (বর্ধিত) হলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ১ যুগ ধরে হলে আন্ত:ব্লক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবারই প্রথম প্রতি জুনিয়র ১৩০ ও সিনিয়র শিক্ষার্থীদের কাছ থেকে জোরপুর্বক ১৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। টাকা দিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের ছাত্রলীগ কর্মী শামিমের নেতৃত্বে অদ্রি, রাসেল হল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক কর্মী জানান, ১৯২ জন শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে এ ধরণের চাঁদাবাজির কথা অস্বীকার করে শামীম বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের এন্ট্রি ফি নেওয়া হচ্ছে মাত্র। বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন হলের ছাত্রলীগ নেতা দাবিদার খায়রুল বাশার রাজু । এ ব্যাপারে কিছু জানা নেই উল্লেখ করে আলবেরুণী হলের প্রাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, খোঁজ নিয়ে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লে¬খ্য, অভিযুক্ত শামীম ১ম বর্ষে থাকাকালীন বাংলাবাজার পত্রিকার জাবি প্রতিনিধি আলমকে মারধর করে। ২০০৮ সালে আমারদেশ পত্রিকার প্রতিনিধি কৌশিকের উপর হামলার দায়ে বহি®কৃত হয়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.