আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে পাওনা টাকা চাওয়ায় দোকান বন্ধ করে দিয়েছে বহিস্কৃত ছাত্রলীগকর্মী

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

জাবিতে পাওনা টাকা চাওয়ায় দোকান বন্ধ করে দিয়েছে বহিস্কৃত ছাত্রলীগকর্মী দাম চাওয়ায় পান সিগারেটের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত এক ছাত্রলীগ কর্মী। এসময় তাকে মারধরের হুমকি প্রদান করা হয় বলে দাবি করেছেন দোকান মালিক আহসান উল্লাহ। তবে ছাত্রলীগ কর্মী মো. সোহেল বিষয়টি অস্বীকার করেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী মো.সোহেল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে আহসান উল্লাহর পান সিগারেটের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় দোকান থেকে আহসান উল্লাহর ছেলে মো. সোহাগ (১২) ছাত্রলীগ কর্মী সোহেলকে কেমন আছেন জানতে চান।

এতে ক্ষুব্ধ হয়ে সোহেল সেখানে গিয়ে সোহাগকে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সোহাগ এতে অসম্মতি জানালে তাকে মারধরের ভয় দেখান ওই ছাত্রলীগ কর্মী। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন তাকে অভয় দিয়ে দোকান খোলার নির্দেশ দেন। দোকান মালিক আহসান উল্লাহ অভিযোগ করে বলেন, গত শনিবার সোহেল তার দোকান থেকে তিনটি সিগারেট নিতে তিনি এর দাম পরিশোধ করতে বলেন। কিন্তু সোহেল টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে আসেন।

ওই ক্ষোভের কারণেই সে গতকাল দোকানটি বন্ধ করে দেন বলে তিনি দাবি করেন। অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। তবে ৩৭তম ব্যাচের কতিপয় ছাত্র এ ধরণের একটি ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.