আমাদের কথা খুঁজে নিন

   

"বারান্দা" শব্দের উৎস

আমার আগের হেডিং টা সরাই দিছি

বিশিষ নুটিস: বিরাট গিয়ানি পোস্ট -- খুব খেয়ালের সাথে পড়িবেন -- পড়িয়া চেয়ার থেকে পড়িয়া গেলে লিখোক ধায়ি থাকবেন না। ------------ একটা শব্দ খুব মাথার মইদ্যে ঘুরতেছিলো -- "বারান্দা"। এই বারান্দা থেইকা ইংলিশ veranda বা স্প্যানিশ varanda আইছে। আসলে শব্দটা ২ টা শব্দের যৌগিক রূপ -- "বাহির" + "অন্দর" এইটার অর্থ হলো -- জিনিসটা বাইরে তয় অন্দরের মইদ্য। মানে ঘরের বা অন্দরেরই পার্ট তয় বাইরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।