আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট মার্টিন সফরে গিয়ে লাশ হয়ে ফিরলেন বুয়েটছাত্র শফিউর

সহজ সরল

মনটা ভয়ংকর খারাপ হয়ে গেল!!!!!!!!! Link সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে লাশ হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র শফিউর রহমান। আজ বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া টলিং ঘোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। শফিউরের বাড়ি বগুড়ায়। তাঁর বাবার নাম মিজানুর রহমান। আর দুই মাস পর তাঁর শিক্ষাজীবন শেষ হতো।

বুয়েট সূত্রে জানা যায়, ১২ জন ছাত্রীসহ ওই বিভাগের ৬৭ জন শিক্ষার্থী আজ সোমবার টেকনাফ সফরে গিয়েছিলেন। সকালে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদযোগে তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে যান। সেখানে তাঁরা দ্বীপের আবাসিক হোটেল অবকাশে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেন্ট মার্টিন পৌঁছার পর খাওয়া-দাওয়া শেষে বিকেলে দ্বীপের পশ্চিম পাড়া টলিং ঘোলা নামক স্থানে গোসল করার সময় স্রোতের টানে ভেসে যান কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র শফিউর রহমান, শুভ্র সরকার ও শিমন। শুভ্র ও শিমনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও শফিউরকে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে একই এলাকায় তাঁর মৃতদেহ ভেসে ওঠে। তাত্ক্ষণিক স্থানীয় জনতার সহায়তায় প্রশাসন লাশটি উদ্ধার করে টেকনাফ নিয়ে আসে। সেন্ট মার্টিন দ্বীপের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কালাম হোসেন জানান, শফিউরের লাশ উদ্ধার করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, নিহত ছাত্রের মৃতদেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।