আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ সাংবাদিক মহিউদ্দিন ছোটন এর অকাল মৃত্যুতে শোকাহত


তরুণ সাংবাদিক মহিউদ্দিন ছোটন এর অকাল মৃত্যুতে শোকাহত সংবািদক বন্ধুদের মাধ্যেম জানা যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেঙ্গুরিয়াপাড়া এলাকায় গত ২২ অক্টোবর শুক্রবার রাতে ইছামতি নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেলে ট্রলারযাত্রী দৈনিক বাংলাদেশ সময়ের ষ্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটন (২৫) মারা যান...। সিরাজদিখান থেকে টেকেরহাটে লালন উৎসবে যোগদানের জন্য ৩৫/৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায়। তারপর ইছামতি নদী অতিক্রমের সময় রাত ৯ টার দিকে বালু ভর্তি একটি কার্গো ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ভেঙ্গে ডুবে যায়। অন্যরা তীরে উঠতে সম হলেও দৈনিক বাংলাদেশ সময়-এর ষ্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটনসহ ৪ জন নিখোঁজ হন। পরবর্তিতে গতকাল শনিবার দুপুর ১ টায় ডুবুরিরা ছোটনের লাশ উদ্ধারসহ অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার করে।

বন্ধু ছোটনরা তিন ভাই ও চার বোন। ছোটন ভাইদের মধ্যে ছিল মেঝ। ২০০৯ সালের ফেব্র“য়ারিতে মহিউদ্দিন ছোটন বাংলাদেশ সময়ে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। মহিউদ্দিন ছোটনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। " এই কলম সৈনিক পরিবেশ, জনস্বাস্থ্য বিষয়সহ ইতিবাচক বিভিন্ন বিষয়ে বেশকিছু ইতিবাচক প্রতিবেদন করে অল্প সময়েই সংশ্লিষ্ট মহলে সাড়া জাগিয়েছেন।

জনস্বার্থ সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি, কাজের ইচ্ছা, দেশপ্রেম আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।