আমাদের কথা খুঁজে নিন

   

আশির্বাদ নাকি অভিশাপ!



বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের বেপরোয়া গতি থামানোর কোন উপায় আপাত: নেই। কারণ সরকার চাইছে এধরণের হত্যাকান্ড চলুক। ফলে RAB দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যায়। আর এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বহির্বিশ্বে। ২৩ অক্টোবর, ২০১০ বরগুনায় আরও দুইজনকে হত্যা করেছে র‍্যাব (RAB)।

নিহতরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার মানিক ডাক্তার (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। সূত্র-বিডিনিউজ২৪। এনিয়ে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকান্ডের সংখ্যা দাঁড়ালো ২১৯ এ। একটি অসমর্থিত সূত্র মতে, ২০০৪ সালে RAB প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত প্রায় সাত হাজার মানুষ নিহত হন র‍্যাবের হাতে। তবে এই তথ্যের সরকারি বা বেসরকারি কোন সত্যতা নিশ্চিত করা যায়নি।

সূত্র জানায়, দেশে যত গুপ্ত হত্যা, অপহরণ, অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয় বা হচ্ছে এসব হত্যাকান্ড ঘটছে র‍্যাবের হাতেই। এক্ষেত্রে বিএনপি নেতা ও র‍্যাব কর্তৃক ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের অপহরণ (অদ্যাবধি নিখোঁজ) ঘটনার উদাহরণ দেয়া যায়। এসব গোপন হত্যাকান্ড ঘটিয়ে র‍্যাব জাতির কাছে তাদের প্রয়োজনীয়তার কথা জানাতে চায় পরোক্ষভাবে। কিন্তু ধারাবাহিক বিচার বহির্ভূত হত্যাকান্ডের পরও বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মস্তানি, টেন্ডারবাজি, এসিড সন্ত্রাস কমেনি মোটেও। অন্যদিকে ইভটিসিং উদ্বেগজনকহারে বেড়েই চলেছে।

বাড়ছে গণপিটুনিতে মানুষ হত্যা। আইন ও বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার কারণেই মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, RAB এর বিরুদ্ধেও ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠছে প্রতিনিয়ত। আইনের শাসন প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার বন্ধ, সহনশীলতা, সর্বস্তরে গণতন্ত্রের প্রকৃত চর্চা ও জবাবিদিহতা ছাড়া বিচার বহির্ভূত হত্যাকান্ড সমস্যার সমাধান দিতে পারবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সর্বগ্রাসী সমস্যা সমাধানে আগে চাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।

এছাড়া সমস্যা-সংকট বাড়বে বৈ কমবে না। অনুগ্রহ করে আরও বিস্তারিতভাবে পড়ুন নিচের লিংকে: http://www.eurobangla.org/?p=1149

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.