যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
সমালোচনা অবশ্যই একটি বাজে রকমের মহৎ কাজ ।
সমালোচনা কখন করবেন ?
- যখন আপনি কারোর দ্বারা ক্ষতির সম্মুখিন হবেন।
- যখন কারোর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্থ হবে।
- যখন দেশ কারোর জন্য বিপদের মুখে পড়বে।
তখন।
সম্প্রতি লন্ডন থেকে আমার এক শুভাকাঙ্খি লেখক (নাফে এনাম) আমাকে নিয়ে ব্লগ লিখে সমালোচনার মুখে পড়েছেন।
তিনি কেন লিখেছেন এই লেখাটি আমি জানি না। আমি ব্লগে একবারেই নতুন এক আগন্তুক। একজন সহযাত্রী কলম সৈনিককে আরেকজন সুহৃদয়বান কলম সৈনিক পথ চেনাবেন, উৎসাহ যোগাবেন, এটা কি বড় কোন অপরাধ ? এনাম আমাকে নিয়ে একটি ফিচার লিখে উপরোক্ত কোন ঘটনার কি সূত্রপাত করেছে ? সমালোচক বন্ধুদের প্রতি আমার এই বিনয়ী প্রশ্নটি রইলো।
সবশেষে, যারা লেখাটির সমালোচনা করেছেন, সবাইকে সাধুবাদ জানাই এই মহতি কাজিট করার জন্য, এটা যদি কোন সৃজনশীল কাজ হয়ে থাকে !
কে জানে - আমার চেয়ে নিশ্চয় সমালোচকদের বিবেচনাবোধ অনেক বেশি !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।