আমাদের কথা খুঁজে নিন

   

আশির্বাদ করো হে সকাল

জীবনের জন্যই এই সব কথামালা আশির্বাদ করো হে সকাল, আমার আজ অনেক অনেক কাজ। যেতে হবে সূর্যতলায় রোদ কিনতে যেতে হবে বটতলায় সবুজ ছিনতে আশির্বাদ করো হে সকাল, আমার আজ বড্ড তাড়া! বুক ভরে আছে কাঠকয়লার ফুসফুসে যেতে হবে নির্মল বাতাসের রাজ্যে ওখানে নাকি বসেন ডাক্তার মহাশয়, আজকাল ঘুম ভাঙলেই বড্ড হতাশা ঘিরে ধরে খন্ড খন্ড অনিশ্চয়তা, যেতে হবে আশাবাদের পূর্ণ শহর। আমার আজ বড্ড তাড়া, আশির্বাদ করো হে সকাল। জীবনে নাকি রঙ কমে গেছে বলে স্বজন যেতে হবে সপ্তরঙের খোজে নীলাকাশ কোথায় যেন হারিয়েছি সোনাঝড়া দিন খানিক যেতে হবে শৈশবপুর। আশির্বাদ করো হে সকাল, আমাকে যেতে হবে আজ বহুদূর। স্তবতা সুযোগ পেলেই আকড়ে ধরে অথচ অনেক আছে না বলা কথা আমার যেতে হবে পাখিদের কলকাকলিয়! কারা যেন আটকে দিবে দুপুরের সিড়ি বড্ড কানাঘুষা চলছে আজকাল, আমি যাব বিকল্প পথের সন্ধানে। আশির্বাদ করো হে সকাল, আমার আজ অনেক অনেক কাজ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.