আমাদের কথা খুঁজে নিন

   

‘বিয়ে পাগলার’ ঠিকানা এখন জেলখানা



বয়স মাত্র ৪২। এরই মধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন ১২ বার। লোভ দেখিয়ে একের পর এক বিয়ে করে যৌতুক আদায় করাই তাঁর ‘ব্যবসা’। অবশেষে ব্যবসা গুটাতে হয়েছে। দুই স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতেই খুলনা মেট্রোপলিটন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পাঠিয়েছে জেলখানায়।

এই ‘বিয়ে পাগলা’র নাম পরিমল বাইন। খুলনা থানার উপপরিদর্শক কাজী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেবি ও পলি নামের পরিমলের দুই স্ত্রী যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরিমল বাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাঘাটা গ্রাম থেকে এসে খুলনা শহরে বসবাস শুরু করেছেন।

তাঁর স্ত্রীরা ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন। -ইউএনবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.