নিস্তদ্ধ নিথর নিকষ এক রাত, পাশাপাশি আমরা দু জন
উম্মক্ত ঘর্ষনে আমার আকাশ আজ তোমার ভারী মেঘে উত্তপ্ত
কেউ কারো অবয়ব দেখেই একে অপরকে টেনে নিয়ে যাচ্ছি
আর উদ্ধাহু প্রান্তরে হাতে হাত রেখে হেটে চলেছি মহাকাল
আশায় বুক বাধি এই বুঝি দেখব আজ দুজন দুজনায়।
কখনো যদিবা কোন এক নিভু নিভু আলোর দেখা মেলে
জানিনা তখন আমাদের চোখে থাকবে কি মধুরতা না তিক্ততা।
দূর প্রান্তরে আড়াল থেকে কার যেন বাকা চোখ খুজছে আমায়
আমাদের যুগল ভংগিমায় কে যেন হেসে মুখ লুকায়
কেন জানিনা তার বাকা চোখ মন বেধে নিয়ে যায়
আমার অশ্রু বা তোমার হাসিতে কেবলি সে মজা পায়
অনুসন্ধিৎসু আমি উসখুস করে উঠি তার চোখের তারায়
কখনো বা আমার নিস্তদ্ধতায় তোমার বাতুলতায় ভেংগে যায়
বাকা হাসির সেই দৃষ্টি হঠাৎ আড়ালে চলে যায়।
হারিয়ে খুজে পাওয়া অদ্ভুত সেই দৃষ্টি কেবলি
অবাক বিস্ময়ে তাকিয় রয় আমাদের যুগল ভংগিমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।