আমাদের কথা খুঁজে নিন

   

একজন 'ভলান্টিয়ার ক্লাবপ্রেমীর' কিছু 'বাকা সত্য' কথা ....

(আমার স্বাধীন মতামত , কারো খারাপ লাগলে কিছু করার নাই ...কিন্তু এটা কোন নির্দিষ্ট ব্যক্তিতে উদ্দেশ্য করে নয় । বেশির ভাগ ক্লাবেরই এই অবস্থা ( আমার দেখা ও কাজ করা )......তাই একজন ক্লাবপ্রেমীর ব্যর্থ আর্তনাদ আজ কিছু শব্দের মাধ্যমে বের হল। ) আমার অস্থির ক্ষুদ্র জ্ঞান , কিঞ্চিৎ অভিজ্ঞতা আর নরমাল অবজারভেসন বলে - বিভিন্ন ক্লাবে (যেমন বিভিন্ন বিজনেস ক্লাব ও অন্যান্য )- নবীন কর্মী ( নরমাল মেম্বার ও নাম সর্বস্ব এসোসিয়েট পদ) হিসাবে কাজ করতে যাওয়া মানে নিজেকে ''কলুর বলদ' করা !!! আমি নিজেও একটা কলুর বলদ কারন - কিছু ''এরকম অর্গানাইজেশন '' এ আমি নিজেও কাজ করেছি ও এখনো করি ... শুধু টিকেট বিক্রির সময় আর কিছু টাইম ও অর্থ অপচয় + পরিশ্রমী কাজের সময় আমার ডাক পড়ে ''তাদের'' কাছ থেকে !! এই ''তাদের'' বা ''তারা '' হচ্ছেন ঐ সব অর্গানাইজেশনের হেড পদবীতে থাকা মানুষগুলা ! তারা জাস্ট আমাদের মতোদের নিজের স্বার্থে '' ব্যবহার'' করে ঠিকই উঁচু কর্পোরেট লিঙ্ক তৈরি করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে ... কর্পোরেট মানুষদের সাথে সব মিটিং ক্লাবের অন্যদের না জানিয়েই ''তারা'' করছে ... অথচ নাম ব্যবহার হচ্ছে ক্লাবের !!!!!!!!! উচু পদের এই পদধারী মানুষগুলা আসলে কতটা মনুষ্যত্বের অধিকারী তা আমার জানা নাই... খারাপ লাগে যখন দেখি কমলমতি এই সব নবীনের মনটা ২ মাস পরে এসব দেখে যখন আর কোন ক্লাবে কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলে তখন ...... তারা তখন ক্লাবকেই ঘৃণা করে...কোন এসব কাজে এগিয়ে আসে না ... বলবেন যে উপরে উঠতে হলে নিচে কাজ করতে হয় ... হ্যাঁ ...তা ঠিক ... কিন্তু সেটা এই পথ অনুসরণ করে নয় । অনেক কিছুই করা যেতে পারে সবার অংসগ্রহনে । অংশগ্রহণ ছাড়া সিখবে কিভাবে ?? এখানে আসা-ই তো শিখতে ... সবার অংসগ্রহনেই তাহলে এই নবীনেরা শিখতে পারবে ''অথবা সারা জীবন নবীনই থাকবে '' কিছুই করতে পারবে না।

আবার কিছু তেলবাজ ঠিকই কিছুই না করে পদগুলাতে যেয়ে আবার নিজের আখের গোছাবে। কারন তারা হেড পদ গুলার কাছের মানুষ !!!! আর যারা এই কলুর বলদ হয়ে আছেন বিভিন্ন ক্লাবে ... তাদের বলছি ... নিজের কাজ ঠিকমত ওখানে না করতে পারলে ওটা ছেড়ে দেন । ছেড়ে আসার সময় সবার সামনে নিজের অনুভুতি প্রকাশ করবেন। প্রতিবাদ করবেন এই নোংরা কাজের। অন্য সৃজনশীল কাজ করেন ।

অনেক অপশন আছে ... জানতে চাইলে কিছু অভিজ্ঞ মানুষকে জিজ্ঞেস করেন ... উত্তর পাবেন আশা করি । আমি নিজেকে কিন্তু এখানে জাহির করছি না যে আমি অনেক কিছু জানি... তবে কিছু কিছু জানি যা অনেকই না জেনে পথ হারিয়ে আজ চুপ হয়ে গেছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.