অফিসে কাজে ডুবে থেকে রাতে বাসায় ফিরলেন বাবা। বাড়ির দরজায় অপেক্ষা করছিলো তার ৫ বছরের ছেলে সন্তান। ছেলের সাথে বাবার কথোপকথনটা নিচে তুলে ধরা হলো-
ছেলে - বাবা, আমি কি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে পারি?
বাবা - বল।
ছেলে - তুমি একঘণ্টা কাজের জন্য কত টাকা পাও?
বাবা (অপ্রস্তুত হয়ে রেগে গেল এবং রাগত স্বরে ) - তুমি এ কথা জানতে চাও কেন?
ছেলে - না, এমনিতে জানতে চাই। প্লিজ বলো না বাবা!
বাবা (হিসেব করে) - তোমার যখন এতো ইচ্ছে তবে শোন, আমি প্রতি ঘণ্টা কাজের জন্য ১০০ টাকা পাই।
ছেলে (হতাশ হয়ে) - বাবা, আমাকে ৫০টা টাকা দিতে পার?
বাবা (পুনরায় রাগান্বিত হয়ে) - ও আচ্ছা! এসব ফালতু আবদার ছেড়ে সোজা বিছানায় ঘুমাতে যাও।
পরবর্তীতে বাবার মেজাজ যখন ঠাণ্ডা হল তখন তাঁর সন্তানের জন্য সহানুভূতি সৃষ্টি হল। নিশ্চয় সে কিছু জানতে চেয়েছিলো। তখন তিনি আবার ছেলের কাছে গেলেন
বাবা - অফিসের ঝামেলায় থাকি বলে মেজাজ খারাপ ছিল। তাই তোমার উপর রেগে গিয়েছিলাম।
এই নাও তোমার ৫০ টাকা।
ছেলে (আনন্দে চেঁচিয়ে বলে) - বাবা, তোমাকে অনেক ধন্যবাদ।
এরপর সে বালিশের নিচ থেকে আরও কিছু টাকা বের করলো। পুনরায় বাবা রাগে ফেটে পড়লেন এবং বললেন -
বাবা - তোমার কাছে টাকা থাকতে টাকা চাইলে কেন?
ছেলে - কারণ আমার কাছে ১০০ টাকা হওয়ার জন্য যথেষ্ট টাকা ছিল না। এখন আমার ১০০ টাকা হয়েছে।
এই নাও ১০০ টাকা। এবার আগামীকাল আমি কি তোমার কাছ থেকে ১টা ঘণ্টা সময় পেতে পারি? অফিস থেকে একটু ১ ঘণ্টা আগে এসো। তোমাকে নিয়ে একসাথে ডিনার করব। প্লিজ বাবা!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।