! কি র বলব রে ভাই, খব ব্যস্ত থাকি, ব্যস্ততার কারনে। ... আরে ধুররঅ টাইটেল এ তো একবার কইলাম। কাজের কথায় আসি, অনেক দিন পর লিখতে মানে টাইপ করতে বসলাম তাই সবাইকে একটু রম্যাইয়া যাই।
আমার ইদানিং এর কিছু ঘটনা শেয়ার করি।
ঘটনা একঃ
আমি কলাবাগান বাস স্টান্ড এ দাড়াইয়া এক রিক্সা ডাকলাম।
যামু হইল গিয়া কলাবাগান এর লাল ফকির এর মাজার এর ঐ দিকে। উনারে জিগাইলাম, 'যাবা, কলাবাগান? উনি আমারে জিগাইল, 'কলাবাগান বাস স্টান্ড যাবেন?' - - - আমি তাইলে তখন কই ছিলাম ?? সবার কাছে প্রশ্ন।
ঘটনা দুইঃ
দোকানে গেলাম, দিম কিনতে। এক হালি কিনমু। আমি কইলাম, 'ভাই, এক হালি ডিম দেন।
' আমার পাশে আরেক ভদ্রলোক বলল,' ভাই, এক লিটার কোক দেন। ' দোকানি আমাগোর দুই জন রে কইল, ' এই যে ভাই, আপনার এক হালি কোক র আপনার এক লিটার ডিম। ' --- এইডা কিছু হইল ??
আর কতো কাহিনি হুনবেন?? কাহিনী কইতে গেলে এক সময় দেখবেন আইব যে, 'অনি ভাই এর কাহিনী নং ৪২০' । হেহে হেহেহ । গেলো মাত্র ঘটনা।
রম্যতে তো এখনো আসি ই নাই। এবার রম্যে আসা যাক।
অবশ্যই কাল্পনিক
(অবশ্যই কাল্পনিক)
কাহিনীর নাম এবং একটি বিশেষ দ্রষ্টব্য দুই টা সেম। একবার আমার ইচ্ছা হলো রম্য লেখক হব। খুব ই উচ্চ মানের ইচ্চা।
পূরন হবে কি না জানি না। কিন্তু লিখতে পারি না। গুছিয়ে লিখতে পারি না। এইডাই সমস্যা। তো সামু তে নাকি অনেক ভাই বোন রা ই রম্যায়।
দেখলাম আসলেই তাই। তখন থেকে আস্তে আস্তে রেগুলার সামু তে পুস্টাইতেসি তো পুস্টাইতেসি। এখন আমি সামুর হিট ব্লগার রম্য লেখক অনি ভাই।
[আগেই বলেছিলাম, অবঅশ্যই কাল্পনিক] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।