বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আসলে ব্যস্ততাটা কি জন্য এইটা চিন্তা করতে করতেই মনে হয় বেশী ব্যস্ত হয়ে যাচ্ছি। কোন কাজই ভালো ভাবে করতে পারছি না। যখনই কোন কাজে হাত দিচ্ছি তখনই আরেকটা কাজের কথা মনে পড়ছে, "হায় হায় ঐ কাজটা তো পড়ে আছে। " আবার ছুটে যাচ্ছি ওটার কাছে।
ওটা ধরতেই আবার আরেকটার কথা মনে হয়।
এই করতে করতেই দিন যায় রাত আসে, ঘুম চলে আসে, ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগে চিন্তা করি, যাই হোক, যতকিছুই হোক, কাল থেকে সব কাজ নিয়মমাফিক শুরু করবো আর শেষ করবো। আর কোন ছাড়াছাড়িই নেই।
কিন্তু কিসে কি? আবারও সকালে উঠে একই অবস্থা।
আজ সকালে আমার স্ত্রীর ডাকে ঘুম ভাঙলো। উনি আমাকে জানিয়ে দিলেন, "আজ আমার জন্মদিন। " সত্যিই ব্যস্ততার জন্য এসব আর এখন মনে থাকে না। বউকে হালকা ঝাড়ি দিলাম, "দুর এই বয়সে আবার জন্মদিন। " এখন চিন্তা করি, কেমনে বাচ্চাকে মানুষ করতে পারবো।
যা দিনকাল পড়েছে।
বাসা থেকে ব্যস্ততার চিন্তা মাথায় নিয়ে তাড়াহুড়া করে বের হওয়ার সময়ই ভাগ্নি আমার হাতে একটা খাম দিয়ে বলল, "মামাকে শুভেচ্ছা। " ব্যস্ততার জন্য খামটা বউ এর হাতে দিয়েই অফিসের দিকে ছুটলাম।
সকালে অফিসের পিসিতে অফিসিয়াল মেইল, ব্লগ, ডু-টু লিষ্ট, ফেইস বুক খুলি। ব্লগ খুলেই দেখি ব্লগ কর্তৃপক্ষ আমারে হলুদ, বেগুনী আর সবুজ তিনখানা বেলুন ধরিয়ে দিয়েছে।
আর ফেইস বুকে অনেক শুভেচ্ছা পেয়েছি। আর সকাল থেকে বেশ কিছু ফোন পেয়েছি। কিন্তু ব্যস্ততার জন্য কারো সাথেই ভালো করে কথা বলতে পারছি না। সবাইকে বলছি, "আমি তোমাকে একটু পরেই ব্যাক করছি। একটু ব্যস্ত আছি।
"
কিন্তু ব্যাক কল যে করতে হবে তা আর করা হচ্ছে না ব্যস্ততার জন্য। হায়রে আমার ব্যস্ততা। কত ব্লগ আড্ডা চলে গেলো একটাতেও যেতে পারলাম না, ব্যস্ততার কারণে। খুব খারাপ লাগে।
ব্লগ লিখতে পারিনা, পোষ্ট লিখতে বসলেই মনে হয় আরেকটা কাজ আছে, আর পোষ্ট দেয়া হয় না।
এই যেমন এখন আরেকটা কাজে যেতে হবে, সুতরাং আজকের মত এখানেই বিদায়। আসলে আমি অনেক ভেবে চিন্তে বের করলাম, "আমি আসলেই কিছুর জন্যই ব্যস্ত না। ঐ যে যাকে বলে "বিজি ফর নাথিং। "
আসলে, ব্যস্ততার জন্য কোন কাজই করতে পারছি না। কিন্তু ব্যস্ততাটা কিসের?
[আমি এইদিনে শ্রদ্ধায় আমার মাথা অবনত করি আমার বাবা-মায়ের প্রতি, যাদের জন্য আমি আজ পৃথিবীর আলো দেখেছি, আপনাদের সবার কাছে দোয়া চাই, যেন উনারা হাজার বছর বেঁচে থেকে আমাকে আর্শীবাদ করে যেতে পারেন]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।