কলপনার মাঝে ভেসে আছি
নীল প্রতিমার বুকে তারার যে প্রভা
কখনো কি অনুভব করে দেখেছো?
বিস্তীর্ন জলসাগরে ঢেউয়ের যে গুন্ঞ্জন
কখনো কি কান পেতে শুনেছো?
শিশিরসিক্ত কচি ঘাসে গা এলিয়ে
কখনো কি বুক ভরে নিশ্বাস নিয়েছো?
রাত্রিতে মাছধরা নৌকায় জেলের যে উচ্ছাস
কখনো কি মন দিয়ে ভেবেছো?
দূর বহুদূরে বেজে উঠা বাঁশির যে সুর
কখনো কি শুনে উদাসীন হয়েছো?
না, এসব কিছুই তোমার হয়নি শুনা,
তুমি আছো তোমার ব্যস্ততার ঘেরাজালে
কখনো বা হয়তো অনেকখানি অবসরও মিলে
তুমি থাকো তখোন নিদ্রার অবকাশ ছলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।