লেখক/কবি
আশুলিয়ায় মুসুল্লিরা অসামাজিক কাজের প্রতিবাদে নৌকায় আগুন ধরিয়ে দিয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নৌঘাটে থাকা ৩টি নৌকায় তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্র জানায়, আশুলিয়ায় বেশ কিছুদিন ধরে নৌকায় করে অসামাজিক কর্মকাণ্ড চলছিল। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে এর আগে একাধিকবার জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
তারা আরো জানায়, মাঝিরা টাকার লোভে এসব নৌকা কয়েক ঘণ্টার জন্য ভাড়া দেয় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীর কাছে। পরে তারা দুরে গিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। দীর্ঘ দিন ধরে এর প্রতিকার না পাওয়ায় আজ স্থানীয় মুসুল্লি ও বিক্ষুব্ধ জনতা নৌকায় আগুন ধরিয়ে দেয়।
Click This Link
এই লিঙ্কে খবরটা দেখে নৌকা পোড়ানোর প্রতিবাদ করি। মনে হলো কয়েক জনের গালি খেলাম ! নৌকা পোড়ানো বা বিয়ে দে'য়া কোন টাই এর সঠিক সমাধান হতে পারে না।
দেশের পাঁচ তারা সহ আর সব হোটেল এবং গুলশান বনানির মত অভিজাত এলাকা আর পাড়া মহল্লার মতো জায়গা গুলোতেতো মুসল্লিদের এমন ঔদ্ধত্ব কখনো দেখতে পাইনা। মদ আর নারী নিয়ে কারবার সবথেকে কোথায় বেশী হয় তা বোধ হয় মুসল্লিদেরকে বলে দেবার দরকার নাই। বুঝতে পারছিনা এত জায়গা থাকতে তারা কষ্ট করে আশুলিয়ার দূর নদী তিরে কেনো গেলেন। আমার অন্য সব ব্লগার ভাইয়েরাও দেখছি বিষয়টা এড়িয়ে গেলেন। মুসল্লিরা এত সব ধনীদের আস্থানা আর স্থাপনায় আগুন দিবার সাহসই রাখেননা।
সেটা করলে আমরা কেউই যেমন মেনে নিতে পারবোনা ঠিক সেই রকম কারনেই আমি নৌকা পোড়ানোর বিরোধীতা করেছি। আর ধরে বিয়ে দেবার ফলো কখনো ভালো হয়না। এতে করে অন্য রকম আরো অনেক সামাজিক সমস্যা তৈরী হবে। যা সামাল দেওয়া হবে আরো কষ্টকর। এই সমস্যার সমাধান মুসুল্লিদের মাথা থেকে আসা কি সম্ভব ? আর মাথা গরম করে যারা মন্তব্য আর গালাগাল দিলেন, নৌকা পোড়ালেন, তাদের কোন সমাধানো মেনে নেবার মত নয়।
এসব সামাজিক সমস্যা নিয়ে আরো গভীর ভাবনার অবকাশ রয়েছে। হুট করে কোন ব্যবস্থা নিতে গেলে হিতে বিপরিত হতে পারে। এটা কাঁচা মাথার কাজ নয়............................তাই সেয়ানা ব্লগার ভাইদের কাছে এমন গুরুতর সমস্যার সুন্দর ও সহজ সমাধানের প্রস্তাব তুলেধরার আহ্বান করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।