পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"
মোহাম্মদ সাইদুল ইসলাম
এই জগতে আছে রে ভাই একটি সোনার দেশ,
দেখবে যত চাইবে তত নাইকো দেখার শেষ।
চোখটা জুড়ে মনটা ভরে প্রাণটা হারিয়ে যায়,
মাঠ ভরা তার সোনার ফসল মিষ্টি গন্ধ বায়।
হরেক রকম উড়ছে পাখি গাইছে কত গান,
ব্যর্থ জীবন দুঃখ ভুলায় বহে সুখের বান।
রংবেরঙের পাহাড় সারি দাঁড়িয়ে আছে ঠাঁয়,
নদী তাহার বইছে বুকে ধুইছে সাগর পায়।
বিলের ধারে বকের সারি সাত ভাইলার বাস,
মাছ রাঙারা চুপটি করে দেখছে মাছের হাস;
সুযোগ পেলেই খলসে-পুটি ধরবে টপাটপ,
বিলের জলায় মাছ মাছেরা সব করছে ঝপাঝপ।
গাঁ জুড়ে তার লাউয়ের মাচা বাঁশ ঝাড়েতে ভরা,
তাল নারিকেল খেজুর গাছে ফল-ফলারি ধরা।
আম জামেতে ভরা সেদেশ কাঁঠাল ফলের রাজা,
নদীর বাঁকে পাল তোলা নাও হরেক রঙে সাজা।
সোনা রূপার স্বপ্ন কাঠি তার চেয়েও বেশী খাঁটি,
আতর-গোলাপ-দুধে ধোয়া সেই দেশেরই মাটি।
ও ভাই বাংলাদেশের মাটি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।